হোম > সারা দেশ > পটুয়াখালী

পটুয়াখালীতে আবাসিক মাদ্রাসায় ধর্ষণের পর শিশুকে হত্যার অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি

প্রতীকী ছবি

পটুয়াখালীর গলাচিপার একটি আবাসিক মাদ্রাসায় মারা যাওয়া আট বছরের এক শিশুর ময়নাতদন্তে ধর্ষণের আলামত পাওয়া গেছে। আজ রোববার বেলা ৩টার দিকে পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মেডিকেল অফিসার তামান্না রহমান শান্তা ভিকটিমের ময়নাতদন্ত সম্পন্ন করেছেন।

এর আগে গতকাল শনিবার ভোরে মৃত অবস্থায় ওই শিশুটিকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন নূরে মদিনা মডেল মহিলা আবাসিক হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মাসুদুর রহমান।

পটুয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মেডিকেল অফিসার তামান্না রহমান শান্তা বলেন, আজ বেলা ৩টার দিকে আট বছরের মৃত এক কন্যাশিশুর ময়নাতদন্ত করা হয়েছে। প্রাথমিকভাবে ভিকটিমের শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে।

সুরতহাল প্রস্তুতকারক গলাচিপা থানা-পুলিশের উপপুলিশ পরির্দশক মো. আলতাফ হোসেন বলেন, ‘গতকাল শনিবার সকালে গলাচিপা হাসপাতাল থেকে মৃত এক শিশুর মরদেহ উদ্ধার করি। তারপর শিশুটির সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’

মাদ্রাসার এক শিক্ষক মাসুদুর রহমান পুলিশের কাছে দাবি করেন, শিশুটি সাপের কামড়ে মারা গেছে।

এর আগে গতকাল বিকেলে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. নোমান পারভেজ জানান, গতকাল ভোররাত ৫টার দিকে মাসুদুর রহমান নামের এক মাদ্রাসার শিক্ষকসহ কয়েকজন শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। এ সময় ভিকটিমের সঙ্গে বাবা-মা ও স্বজন না থাকায় সন্দেহের সৃষ্টি হয়। তখন শিক্ষক মাসুদুর রহমানকে জিজ্ঞেস করা হলে তিনি দাবি করেন, শিশুটি রাতের খাবার খেয়ে সহপাঠীদের সঙ্গে ঘুমাতে যায়। এরপর ভোররাতে শিশুটি নড়াচড়া না করলে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, গলাচিপা উপজেলা হাসপাতাল ও ভুক্তভোগী পরিবারের কল পেয়ে গতকাল সকালে হাসপাতাল থেকে এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করা হয়। এরপর তার সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। ঘটনার দিন গতকাল ভুক্তভোগীর বাবার সঙ্গে একান্ত কথা বলেছি। তিনি এখন পর্যন্ত কোনো অভিযোগ করেননি।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীর যুবক নিহত, বাড়িতে মাতম

বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুর

বাউফলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে, সহযোগিতার জন্য মা গ্রেপ্তার

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই

পটুয়াখালী-৩ আসনে নুর-হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা

নুরুল হক নুরের সম্পদ আছে ৯০ লাখ টাকার, নেই স্বর্ণালংকার

খালেদা জিয়ার জানাজায় এসে মারা যাওয়া নিরব জনকণ্ঠের সাবেক কর্মী