হোম > সারা দেশ > পটুয়াখালী

প্রশাসনের ভূমিকা নিরপেক্ষ না হলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হবে: নুর

পটুয়াখালী প্রতিনিধি

সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালী-৩ আসনের বিএনপি-সমর্থিত প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, প্রশাসন যদি কোনো পক্ষ অবলম্বন করে, তাহলে দেশে ভালো নির্বাচন সম্ভব হবে না। তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে তাদের ভোটাধিকার ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা লালন করছে। সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে আমরা প্রস্তুত। তবে প্রশাসনের ভূমিকা নিরপেক্ষ না হলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হবে।’

আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় গলাচিপা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নুরুল হক নুর।

ডাকসুর সাবেক ভিপি নুর বলেন, সম্প্রতি তাঁর নেতা-কর্মীরা জনসংযোগে গেলে ট্রলার থেকে নামার সময় হামলা ও ভাঙচুরের শিকার হন। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে দশমিনা থানার ওসি ও পটুয়াখালীর পুলিশ সুপারকে অবহিত করেন। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে দেরি করেছে বলে অভিযোগ করেন তিনি।

নুর অভিযোগ করেন, ওই ঘটনায় প্রতিপক্ষ নিজেরাই ভাঙচুর করে ভিডিও ধারণ করে এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। যাচাই-বাছাই ছাড়াই কিছু সংবাদকর্মী ও অনলাইন অ্যাকটিভিস্ট সেই ভিডিও স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচার করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

নির্বাচনের পরিস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করে নুরুল হক নুর বলেন, নির্বাচনের আগে যদি এমন ঘটনা ঘটে এবং প্রশাসন কার্যকর ভূমিকা না নেয়, তাহলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। তিনি দাবি করেন, নির্বাচন বানচালের উদ্দেশ্যে দেশি-বিদেশি অপশক্তি তাঁর আসনে স্বতন্ত্র প্রার্থীকে ব্যবহার করছে।

সংবাদ সম্মেলনে সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ইখতিয়ার রহমান কবির, গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম মোস্তফা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান সজিবসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পটুয়াখালী-৩ আসনে বিএনপি নুরুল হক নুরকে সমর্থন দিয়ে দলীয় প্রার্থী দেয়নি। তবে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ঘোড়া’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। এ কারণে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নুরুল হক নুরকে শোকজ

পবিপ্রবিতে শিবিরের মিছিলে ছাত্রদলের বাধা

জয়লাভ না করলে তারেক রহমান মনঃকষ্ট পাবেন: নুর

পটুয়াখালীতে নুর-মামুনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নির্বাচনী অফিস ভাঙচুর

দুধ দিয়ে গোসল করিয়ে বিএনপির নেতা-কর্মীদের দলে নিলেন জামায়াত প্রার্থী

পটুয়াখালীতে ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

১২ তারিখের রায় দেখে তওবা করলেও আর কবুল হবে না: হাসান মামুন

পটুয়াখালীতে বাসের ধাক্কায় যুবক নিহত

বিএনপি সরকার গঠন করলে চাঁদাবাজি বন্ধ করব: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী

যেসব প্রার্থী ঝুঁকিতে, তাঁদের বৈধ অস্ত্র রাখার পক্ষে নুর