হোম > সারা দেশ > পটুয়াখালী

ফুল বিক্রির টাকায় কর্মসংস্থান হবে শাহিনের

পটুয়াখালী প্রতিনিধি

‘আপনার প্রিয় মানুষটির জন্য আমাদের এই ভাসমান দোকান থেকে একটি ফুল কিনবেন। ‘‘পটুয়াখালীবাসী’’ সংগঠনের স্বেচ্ছাসেবীরা দাঁড়িয়ে আছে ফুল বিক্রির জন্য। এ ফুল বিক্রির লভ্যাংশ দিয়ে শতবর্ষের একজন বৃদ্ধ পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।’ এভাবেই কথাগুলো বলছিলেন পটুয়াখালী শহরের সার্কিট হাউস মোড়ের ফুল বিক্রেতা মাহমুদ হাসান রায়হান।

এবারে একই দিনে বসন্তের সূচনা আর বিশ্ব ভালোবাসা দিবস। ঋতুরাজ বসন্ত ও ভালোবাসা দিবসকে স্মরণীয় রাখতে ফুল বিক্রি করে ব্যতিক্রমী এই উদ্যোগ নেয় রায়হানের ‘পটুয়াখালীবাসী’ নামের স্বেচ্ছাসেবী সংগঠন।

আজ সকালে সরেজমিনে পটুয়াখালী শহরের সার্কিট হাউস মোড় এলাকায় গিয়ে দেখা যায়, একটি ভ্যানে সাজিয়ে রাখা হয়েছে কিছু গোলাপ ও ফুলের তোড়া। পেনসিলে আঁকা কাগজে লেখা রয়েছে, ‘গোলাপ ৩০, তোড়া ১৩০ ও ক্রাউন ১৫০ টাকা। ফুল বিক্রির লাভের টাকা অসহায় মানুষদের জন্য ব্যয় করা হবে’। স্বেচ্ছাসেবী সংগঠনের এ ভিন্ন আয়োজন পটুয়াখালী শহরের প্রতিটি মানুষের নজর কেড়েছে।

জানা যায়, করোনার ভয়ে মানুষ দিশেহারা, আপন হয়ে যাচ্ছে পর, চেনা মানুষটি হয়ে যাচ্ছে অচেনা এবং প্রিয় মানুষটি হয়ে যাচ্ছে অপ্রিয়। তখন দেশের অন্যান্য দেশপ্রেমিকের মতো পটুয়াখালীর অসহায় ও কর্মহীন মানুষদের পাশে এসে দাঁড়িয়েছেন ‘পটুয়াখালীবাসী’ এ সংগঠনটি। সব ভয়কে পদদলিত করে আর্ত-মানবতার সেবায় এগিয়ে আসে। তাইতো ঋতুরাজ বসন্ত ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে এই ব্যতিক্রমী উদ্যোগ নেয় সংগঠনটি।

সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান রায়হান বলেন, আমরা সব সময় চেষ্টা করি অসহায় মানুষের পাশে দাঁড়াতে। তাই আমরা চিন্তা করি বিশ্ব ভালোবাসা দিবসে কি করা যায়। কিছুদিন আগে আমরা জানতে পারি গরিব একটি পরিবারে শতবর্ষের অসুস্থ এক বৃদ্ধা তাঁর নাতি মো. শাহিনকে (১৮) নিয়ে কষ্টে জীবনযাপন করছেন। তাই তাঁর নাতিকে একটি রিকশা কিনে দেওয়ার উদ্যোগ নিয়েছি। এ জন্য আমরা ফুল বিক্রি করছি।

সভাপতি আরও বলেন, আজকে ফুল কেনার সঙ্গে এই ভালো কাজটি যুক্ত থাকুক। হয়তো আপনার প্রিয় মানুষটির জন্য এটিই হবে বড় উপহার।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীর যুবক নিহত, বাড়িতে মাতম

বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুর

বাউফলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে, সহযোগিতার জন্য মা গ্রেপ্তার

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই

পটুয়াখালী-৩ আসনে নুর-হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা

নুরুল হক নুরের সম্পদ আছে ৯০ লাখ টাকার, নেই স্বর্ণালংকার

খালেদা জিয়ার জানাজায় এসে মারা যাওয়া নিরব জনকণ্ঠের সাবেক কর্মী