হোম > সারা দেশ > পঞ্চগড়

‘মনের অজান্তে’ দুজনকে ভালোবেসে ফেলেছিলেন, বাবা-মা মেনে নেওয়ায় খুশি রোহিনী

পঞ্চগড় প্রতিনিধি

স্বামীর ঘরেই অবস্থান করছেন রোহিনী চন্দ্র বর্মণের দুই স্ত্রী ইতি রাণী ও মমতা রাণী। মা-বাবাসহ আত্মীয়স্বজনদের ছেড়ে এলেও শ্বশুর-শাশুড়ির ভালোবাসায় আপ্লুত তাঁরা।

আজ শুক্রবার সরেজমিনে গিয়ে কথা হয় রোহিনীর পরিবারের সঙ্গে। রোহিনীর বাবা যামিনী চন্দ্র রায় বলেন, ‘এত দিন আমার দুই ছেলে-মেয়ে ছিল, এখন থেকে চার ছেলে-মেয়ের বাবা আমি। ছেলে হয়তো ভুল করেছে, তার বয়স এবং আবেগের কারণে, তাই বলে কি আমি তাকে ফেলে দিব? ঘটনার সন্তোষজনক পরিসমাপ্তি  ঘটানো যেতো, আমরা চেষ্টা করেছিও, কিন্তু পারিনি। সুবিধাবাদী একটি মহলের কারণে আজ আমাদের এই পরিস্থিতি। ভগবান একজন আছেন তিনি দেখবেন, আমি নিরাশ হইনি। আমার দুই পুত্রবধূ এখন আমার ঘরের লক্ষ্মী।’

 গত ২০ এপ্রিল পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের লক্ষ্মীদুয়ার গ্রামে দুই প্রেমিকাকে এক বৈঠকে বিয়ে করেছেন রোহিনী চন্দ্র বর্মণ (২৫)। এই বিয়ের ছবি-ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।  

ব্যতিক্রম এই ঘটনা সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর থেকেই রোহিনীর বাড়িতে জোড়া বউ দেখতে ভিড় করছেন মানুষ।

জানা গেছে, রোহিনী চন্দ্র বর্মণ জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের লক্ষ্মীদ্বার এলাকার যামিনী চন্দ্র বর্মণের ছেলে। রোহিনী প্রথম স্ত্রী ইতি রাণী একই ইউনিয়নের গাঠিশাপাড়া এলাকার গিরিশ চন্দ্রের মেয়ে। আরেক স্ত্রী মমতা রাণী একই  ইউনিয়নের উত্তর লক্ষ্মীদ্বার এলাকার টনোকিশোর রায়ের মেয়ে। 

স্থানীয় সূত্রে জানা যায়, বলরামপুর ইউনিয়নের গাঠিয়াপাড়া এলাকার গিরিশ চন্দ্রের মেয়ে ইতি রাণীর সঙ্গে রোহিনীর দীর্ঘ দিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। কয়েক মাসে আগে দুজনে মন্দির গিয়ে বিয়ে করেন এবং সে কথা গোপন রাখেন। এর মধ্যে রোহিনী মমতা রাণী সঙ্গে সম্পর্কে জড়িয়ে যান। গত ১২ এপ্রিল রাতে মমতার সঙ্গে দেখা করতে যান রোহিনী। সেখানে বাড়ির লোকজন রোহিনীকে আটকে রাখেন। পরদিন তাঁদের বিয়ে দেন। রোহিনীর বিয়ের খবর শুনে গত বুধবার সকালে তাঁর বাড়িতে গিয়ে অনশন শুরু করেন ইতি রাণী। রাতে তিন পরিবারের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ইতি ও মমতার সঙ্গে রোহিনীর বিয়ে  সম্পন্ন হয়।

এ বিষয়ে আজ শুক্রবার সরেজমিনে রোহিনী বর্মণের পরিবারের সঙ্গে কথা হয়। রোহিনী বলেন, ‘আমরা দুই ভাই-বোন। আমার বাবা-মা অনেক কষ্ট করেই এই অজপাড়াগাঁয়ে আমাদের পড়ালেখা শিখিয়েছে। আমি মেকানিক্যালে ডিপ্লোমা করে বিএসসিতে ভর্তি হয়েছি। চাকরির চেষ্টা করছি। আমার বোন প্রিয়াঙ্কা বীথি রাণী কলেজে পড়ে। 

দুই জনের সঙ্গে প্রেম সম্পর্কে রোহিনী বলেন, ‘মনের অজান্তে কখন যে ভালোবাসা হয়ে গেল যার পরিণতি এমন হবে ভাবতেই পারিনি। এমন পরিস্থিতিতে  সবাইকে চিনতে পেরেছি— কে আপন আর কে পর। আমার বাবা-মা আমাদের গ্রহণ করেছে, আর কিছু চাই না।’

কথা হয় রোহিনীর জ্যেঠা সুধীর চন্দ্র বর্মণের সঙ্গে। তিনি বলেন, ‘আমরা অতি সাধারণ মানুষ। সন্তানের ভুলের কারণে সম্মান হারিয়ে গ্লানি বহন করতে হচ্ছে। সমাজপতিরা পারত সমস্যার সুষ্ঠু সমাধানে এগিয়ে আসতে। কিন্তু তা তারা করেনি। আমরা আমাদের পুত্রবধূদের মেনে নিয়েছি। তারা ভালোভাবে জীবনযাপন করুক, সেটাই চাই।’

পঞ্চগড়ে তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস

শিগগির আরও বড় জোট হবে: সারজিস আলম

পঞ্চগড়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস

পঞ্চগড়ে তাপমাত্রার পারদ ১৩ ডিগ্রির ঘরে

পঞ্চগড়ে জেঁকে বসছে শীত, তাপমাত্রা আজ ১৩.৫ ডিগ্রি

পঞ্চগড়ে তাপমাত্রার পারদ আজও ১২ ডিগ্রির ঘরে

শীত জেঁকে বসেছে উত্তরাঞ্চলে, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১২.৮

পঞ্চগড়ে তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস, মৃদু শৈত্যপ্রবাহের আভাস

পঞ্চগড়ে তাপমাত্রার পারদ নামল ১২ ডিগ্রিতে