হোম > সারা দেশ > পঞ্চগড়

ভারতীয় ভ্যারিয়েন্ট আতঙ্কে বাংলাবান্ধা স্থলবন্দর বন্ধ ঘোষণা

প্রতিনিধি

পঞ্চগড়: ভারতীয় ভ্যারিয়েন্ট সংক্রমণ আতঙ্কে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর এক সপ্তাহ বন্ধ রাখার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এলাকার জনসাধারণ, স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ীসহ বন্দর সংশ্লিষ্ট ব্যক্তিরা এ সিদ্ধান্ত নিয়েছেন।

জানা গেছে, বাংলাবান্ধা স্থলবন্দরে ভারত থেকে আমদানি পণ্য নিয়ে আসা ট্রাক চালকদের মাধ্যমে করোনার নতুন ধরন সংক্রমণের ঝুঁকি রয়েছে। পাশাপাশি বাংলাবান্ধাসহ পুরো তেঁতুলিয়া উপজেলার তিন দিকে ভারত সীমান্ত থাকায় স্থানীয় ও উপজেলাবাসীর সুরক্ষার কথা চিন্তা করে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

আজ সকালে পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট ও বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলন বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তাঁরা বলেন, গত মঙ্গলবার (২৫ মে) রাতে বন্দর এলাকায় পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাটের উপস্থিতিতে বন্দর সংশ্লিষ্ট, স্থানীয় ব্যবসায়ী, শ্রমিক ও স্থানীয় এলাকাবাসীর মতামতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

তাঁরা আরও বলেন, দেশে গত কয়েক দিন আগে করোনার নতুন ধরন শনাক্ত হওয়ায় সীমান্ত উপজেলা তেঁতুলিয়ার মানুষেরা একটু চিন্তিত। পরে বন্দর সংশ্লিষ্ট লোকজনদের নিয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই বিষয় নিয়ে আজ শুক্রবার (২৮ মে) সকালে আবারও জরুরি আলোচনায় চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এদিকে পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা জানান, অ্যাসোসিয়েশনের সকল ব্যবসায়ীকে সিদ্ধান্তটি জানানো হয়েছে। সার্বিক পরিস্থিতিতে স্থানীয় জনস্বার্থে বিষয়টিকে আমি সমর্থন করি।

বন্দর শ্রমিক সংগঠনের সভাপতি মো. ইদ্রিস আলী জানান, বাংলাবান্ধা বন্দরে প্রায় ৩ শতাধিক শ্রমিক কাজ করে। বন্দর বন্ধ হলে এসব শ্রমিক বেকার হয়ে পড়বে। তারপরেও জনস্বার্থে বন্দর বন্ধের সিদ্ধান্ত হলে তা তো মানতেই হবে।

পঞ্চগড়ে তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস

শিগগির আরও বড় জোট হবে: সারজিস আলম

পঞ্চগড়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস

পঞ্চগড়ে তাপমাত্রার পারদ ১৩ ডিগ্রির ঘরে

পঞ্চগড়ে জেঁকে বসছে শীত, তাপমাত্রা আজ ১৩.৫ ডিগ্রি

পঞ্চগড়ে তাপমাত্রার পারদ আজও ১২ ডিগ্রির ঘরে

শীত জেঁকে বসেছে উত্তরাঞ্চলে, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১২.৮

পঞ্চগড়ে তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস, মৃদু শৈত্যপ্রবাহের আভাস

পঞ্চগড়ে তাপমাত্রার পারদ নামল ১২ ডিগ্রিতে