হোম > সারা দেশ > পাবনা

ভাঙ্গুড়ায় বিদ্যুতায়িত হয়ে নিহত পল্লী বিদ্যুতের লাইনম্যানকে বাঘায় দাফন

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 

পাবনার ভাঙ্গুড়ায় বিদ্যুতায়িত হয়ে নিহত পল্লী বিদ্যুতের লাইনম্যান আলাউদ্দিনের (৪৭) লাশ দাফন সম্পন্ন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর এলাকায় কেন্দ্রীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। আলাউদ্দিন বাঘা উপজেলার আড়ানী পৌরসভার চকরপাড়া (খয়েরমিল) গ্রামের আবুল কাশেমের ছেলে ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আলাউদ্দিন পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর অধীনে পাবনার ভাঙ্গুড়া সাবজোনাল অফিসের সিনিয়র লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন। তিনি গত বৃহস্পতিবার (২৫ মে) বেলা ১১টার দিকে ৩৩ হাজার ভোল্টের ভাঙ্গুড়া সাবজোনাল অফিসে কাজ করছিলেন। এ সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি।

আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে শেখ হাসিনা মেডিকেল করেজ হাসপাতালের বার্ন ইউনিটে ওই দিনই রাতে ভর্তি করা হয়। সেখানে ৫ দিন চিকিৎসা চলাকালীন অবস্থায় সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।

আলাউদ্দিনের স্ত্রী,২ মেয়ে, বাবা-মা ও ২ ভাই, ২ বোন রয়েছে। তার বড় মেয়ে সুরাইয়া জাহান নিশি সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাশ করেন। বিসিএস (প্রশাসন) এএসপি পদে নাটোরে কর্মরত রয়েছে। ছোট নদী মেয়ে চলতি এসএসসি পরীক্ষা দিয়েছে। 

আলাউদ্দিনের বাবা কর্মজীবনে চামড়া ব্যবসায়ী ছিলেন। বর্তমানে অসুস্থ অবস্থায় রয়েছেন। অন্য দুই ভাই এখন বাবার চামড়া ব্যবসা দেখাশোনা করেন। এদিকে দুর্ঘটনার খবর শোনার পর থেকে মা মর্জিনা বেগম ছেলের জন্য আহাজারি করে যাচ্ছেন। নির্বাক বাবা অবাক হয়ে তাকিয়ে দেখছেন। 

এ বিষয়ে আলাউদ্দিনের ভাই জিয়াউর রহমান বলেন, বড় ভাই ১৯৯৪ সালে পল্লী বিদ্যুতের লাইনম্যান হিসেবে চাকরিতে যোগদান করেন। প্রায় ২৮ বছর যাবৎ কর্মজীবনে নওগাঁ, পটুয়াখালী ও পাবনা জেলার বিভিন্ন বিদ্যুৎ অফিসের অধীনে লাইনম্যান হিসেবে চাকরি করেছেন। ভাই অত্যন্ত বিনয়ী ও নম্র প্রকৃতি একজন মানুষ ছিলেন। ভাইয়ের মৃত্যু খবরে আত্মীয়-স্বজনসহ এলাকাবাসীর মাঝে নেমেছে শোকের ছায়া।

সড়কে ঝরল খালা-ভাগনের প্রাণ

পাবনায় মাহফিলের পাশে দোকান বসানো নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

চাটমোহরে সমতল জমিতে কমলা চাষে সম্ভাবনা, সফল কৃষক খয়বর

মুক্তিযোদ্ধাদের ‘জয় বাংলা’ স্লোগান, একজনের ছেলেকে মারধর

সংগীতশিল্পী ও আওয়ামী লীগ নেতা প্রলয় চাকী আটক

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালন

পাবিপ্রবি ও জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি

নিজামী-গোলাম আযমকে দেশপ্রেমিক বলায় ছাত্রদল-শিবির হট্টগোল

পাবনায় মদ পানে ২ যুবকের মৃত্যু