হোম > সারা দেশ > পাবনা

ঈশ্বরদী-রুপপুর রেলপথ উদ্বোধন 

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রকল্পের মালামাল পরিবহনের জন্য পাবনার ঈশ্বরদী থেকে পাকশী পর্যন্ত ২৬ দশমিক ৫২ কিলোমিটার নতুন রেলপথ ও ‘রুপপুর’ নামে একটি নতুন রেলস্টেশন উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়াল এই রেলপথ ও স্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এদিকে উদ্বোধন উপলক্ষে নতুন রেলস্টেশন ও মালবাহী ট্রেনটি নানারূপে সাজানো হয়।

উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীর পাকশী প্রান্তে নতুন স্টেশনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রহিম পাকন, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার, প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক আসাদুল হক, পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার শাহ সুফি নুর মোহাম্মদ প্রমুখ।

এর আগে বাংলাদেশ রেলওয়ের তিন প্রকল্পের আওতায় নবনির্মিত ৬৯ দশমিক ২০ কিলোমিটার রেলপথ ও স্টেশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। জয়দেবপুর প্রান্ত থেকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ন কবীর স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য দেন ভারতীয় হাইকমিশনার ড. বিনয় জর্জ।

রেল সূত্রে জানা গেছে, বাংলাদেশ সরকারের অর্থায়নে প্রকল্প তিনটির মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য সিগন্যালিংসহ রেললাইন সংস্কার ও নির্মাণ প্রকল্পের ঈশ্বরদী-রূপপুর পর্যন্ত ২৬ দশমিক ৫২ কিলোমিটার রেলপথ ও রুপপুর নামকরণে একটি স্টেশন নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৩৩৬ কোটি টাকা। ২০১৮ সালের ১ এপ্রিল থেকে এ প্রকল্পের কাজ শুরু হয়।

পাবনায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ

পাবনার কারাগারে আওয়ামী লীগ নেতা ও সংগীতশিল্পী প্রলয় চাকির মৃত্যু

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিরাপদ এলাকা গড়ব সবাইকে সঙ্গে নিয়ে

পাবনা-৫: ১৭ মামলার আসামি শিমুল, ইকবালের মাথায় ১

চাটমোহরে স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত নার্সকে ছুরিকাঘাতের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

কথা পরিষ্কার—নিরীহ মানুষকে গ্রেপ্তার করা যাবে না: হাবিব

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে ঈশ্বরদী

পাবনার সাঁথিয়া: উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগার

আবু সাইয়িদের পক্ষে মনোনয়নপত্র বাছাইয়ে গিয়ে গ্রেপ্তার ২ আ.লীগ নেতা