হোম > সারা দেশ > পাবনা

ঈশ্বরদী-রুপপুর রেলপথ উদ্বোধন 

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রকল্পের মালামাল পরিবহনের জন্য পাবনার ঈশ্বরদী থেকে পাকশী পর্যন্ত ২৬ দশমিক ৫২ কিলোমিটার নতুন রেলপথ ও ‘রুপপুর’ নামে একটি নতুন রেলস্টেশন উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়াল এই রেলপথ ও স্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এদিকে উদ্বোধন উপলক্ষে নতুন রেলস্টেশন ও মালবাহী ট্রেনটি নানারূপে সাজানো হয়।

উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীর পাকশী প্রান্তে নতুন স্টেশনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রহিম পাকন, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার, প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক আসাদুল হক, পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার শাহ সুফি নুর মোহাম্মদ প্রমুখ।

এর আগে বাংলাদেশ রেলওয়ের তিন প্রকল্পের আওতায় নবনির্মিত ৬৯ দশমিক ২০ কিলোমিটার রেলপথ ও স্টেশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। জয়দেবপুর প্রান্ত থেকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ন কবীর স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য দেন ভারতীয় হাইকমিশনার ড. বিনয় জর্জ।

রেল সূত্রে জানা গেছে, বাংলাদেশ সরকারের অর্থায়নে প্রকল্প তিনটির মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য সিগন্যালিংসহ রেললাইন সংস্কার ও নির্মাণ প্রকল্পের ঈশ্বরদী-রূপপুর পর্যন্ত ২৬ দশমিক ৫২ কিলোমিটার রেলপথ ও রুপপুর নামকরণে একটি স্টেশন নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৩৩৬ কোটি টাকা। ২০১৮ সালের ১ এপ্রিল থেকে এ প্রকল্পের কাজ শুরু হয়।

সড়কে ঝরল খালা-ভাগনের প্রাণ

পাবনায় মাহফিলের পাশে দোকান বসানো নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

চাটমোহরে সমতল জমিতে কমলা চাষে সম্ভাবনা, সফল কৃষক খয়বর

মুক্তিযোদ্ধাদের ‘জয় বাংলা’ স্লোগান, একজনের ছেলেকে মারধর

সংগীতশিল্পী ও আওয়ামী লীগ নেতা প্রলয় চাকী আটক

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালন

পাবিপ্রবি ও জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি

নিজামী-গোলাম আযমকে দেশপ্রেমিক বলায় ছাত্রদল-শিবির হট্টগোল

পাবনায় মদ পানে ২ যুবকের মৃত্যু