হোম > সারা দেশ > পাবনা

রূপপুরের গ্রিন সিটি ভবনের সিঁড়িতে পড়ে ছিল রুশ নারীর লাশ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি 

নিহত কেসেনিয়া পোশতারুক। ছবি: সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে গ্রিন সিটি এলাকার একটি বাড়ি থেকে রুশ নারী নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (৪ জানুয়ারি) ভোরে উপজেলার সাহাপুর নতুনহাট মোড়ে রূপপুরের গ্রিন সিটি আবাসিক এলাকার বহুতল ভবনের সিঁড়িঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।

আজ দুপুর ১২টার দিকে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার গোস্বামী।

রুশ পাসপোর্টধারী নিহত ওই নারীর নাম কেসেনিয়া পোশতারুক (৪০)। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে ‘এসএম ইউ-১’ নামক ঠিকাদারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। এ প্রকল্পে কর্মরত বিদেশিদের জন্য গ্রিন সিটি আবাসিক এলাকায় নির্মাণাধীন একটি বাড়িতে স্বামীর সঙ্গে থাকতেন তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার গোস্বামী জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তিনি খবর পেয়ে ঘটনাস্থলে যান এবং সকালেই তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

স্থানীয় ব্যক্তিদের বরাতে অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করে থাকতে পারেন ওই নারী। কেসেনিয়ারা স্বামী-স্ত্রী দুজনে গ্রিন সিটি এলাকার বহুতল একটি ভবনের পাঁচতলায় থাকতেন। শুক্রবার রাতে কোনো এক সময় তাঁদের মধ্যে কলহ হয়। পরে কেসেনিয়া পাঁচতলার ইমার্জেন্সি এক্সিট গেটের পাশে সিঁড়ির ওপর থেকে নিচে লাফ দিয়ে আত্মহত্যা করেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা গ্রিন সিটি ভবনে যাই এবং সেখান থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করি। তাঁর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন ও আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কোম্পানি এবং তাঁর স্বামীর মাধ্যমে দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এ ব্যাপারে ঈশ্বরদী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।’

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিরাপদ এলাকা গড়ব সবাইকে সঙ্গে নিয়ে

পাবনা-৫: ১৭ মামলার আসামি শিমুল, ইকবালের মাথায় ১

চাটমোহরে স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত নার্সকে ছুরিকাঘাতের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

কথা পরিষ্কার—নিরীহ মানুষকে গ্রেপ্তার করা যাবে না: হাবিব

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে ঈশ্বরদী

পাবনার সাঁথিয়া: উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগার

আবু সাইয়িদের পক্ষে মনোনয়নপত্র বাছাইয়ে গিয়ে গ্রেপ্তার ২ আ.লীগ নেতা

পিটিয়ে হত্যা করা আইনজীবী নাঈম উবারে গাড়ি চালাতেন—জানালেন সহকর্মীরা

দখল-দূষণে বিলীন আত্রাই: নদ ভরাট করে ক্লিনিক মার্কেট ভবন