হোম > সারা দেশ > পাবনা

ঈশ্বরদীতে ২ ট্রেনের সংঘর্ষ: ক্ষতিগ্রস্ত রেললাইনের সংস্কার, ইঞ্জিন উদ্ধার 

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে দুই মালবাহী ট্রেনের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত রেললাইন সংস্কার করা হয়েছে। এ সময় ক্ষতিগ্রস্ত একটি ট্রেনের ইঞ্জিন উদ্ধার করা হয়। আজ বুধবার বেলা ১১টার দিকে এসব কাজ করে কর্তৃপক্ষ। 

রেললাইন সংস্কার ও ইঞ্জিন উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন পাকশী বিভাগীয় রেলওয়ে সহকারী প্রকৌশলী (এইএন) মো. শিপন আলী। তিনি বলেন, ‘আজ বেলা ১১টার আগেই ঈশ্বরদী লোকোশেড থেকে উদ্ধারকারী ক্রেন শহরের রেলগেট লেভেল ক্রসিং গেটের অদূরে ডাউন লাইনে (নিম্নমুখী) এই অভিযান সম্পন্ন করা হয়।’ 

শিপন আলী আরও বলেন, ‘দুর্ঘটনার সাড়ে ছয় ঘণ্টা পর ঈশ্বরদী-পাকশী-খুলনা রেললাইনে উদ্ধার অভিযান শেষ হয়েছে। এ সময় ক্ষতিগ্রস্ত ইঞ্জিন ও চাকা ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়। ক্ষতিগ্রস্ত ইঞ্জিনটি আপাতত দাঁড় করিয়ে রাখা হয়েছে ডাউন লাইনের দক্ষিণে। যেকোনো সময় ক্ষতিগ্রস্ত ইঞ্জিনটি ডাউন লাইন থেকে সরিয়ে নেওয়া হবে।’ 

দুর্ঘটনায় ডাউন লাইনের ১০৩/এবি পয়েন্টে রেললাইন ও কিছু ফিটিংস ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান শিপন আলী। তিনি বলেন, ‘আজ সকাল সাড়ে ১০টার দিকে দ্রুত সময়ের মধ্যে ১৮ মিটার রেললাইন পরিবর্তন করে পুনরায় লাইন লাগানো হয়েছে। খুব শিগগিরই ঈশ্বরদী-খুলনা ডাউন লাইন চালুর সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’ 

গতকাল মঙ্গলবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে শহরের রেলগেট সংলগ্ন লেভেল ক্রসিংয়ের কাছে মালবাহী ও তেলবাহী খালি ওয়াগনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে খুলনা, ঈশ্বরদী, ঢাকাসহ উত্তরাঞ্চলের সঙ্গে সাড়ে ছয় ঘণ্টা রেলযোগাযোগ বন্ধ ছিল।

দখল-দূষণে বিলীন আত্রাই: নদ ভরাট করে ক্লিনিক মার্কেট ভবন

শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচিতে পুলিশের বাধা, পাল্টাপাল্টি ধাওয়ায় আহত ৩২

ঈশ্বরদীতে ৮ দফা দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, সড়ক অবরোধ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রূপপুর প্রকল্পের দুই শ্রমিকের

পাবনা-৩: স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ারুলের

সড়কে ঝরল খালা-ভাগনের প্রাণ

পাবনায় মাহফিলের পাশে দোকান বসানো নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

চাটমোহরে সমতল জমিতে কমলা চাষে সম্ভাবনা, সফল কৃষক খয়বর

মুক্তিযোদ্ধাদের ‘জয় বাংলা’ স্লোগান, একজনের ছেলেকে মারধর