হোম > সারা দেশ > পাবনা

পাউবোর খালে বালু ফেলে দখলের অভিযোগ 

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়া উপজেলার নৌবাড়ীয়ায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) খালে বালু ফেলে দখল করার অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য স্বপন হোসেন ও তাঁর লোকজনের বিরুদ্ধে। স্থানীয়রা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

স্থানীয় লোকজনের কাছ থেকে খাল দখলের বিষয়টি জেনেছেন বলে জানান পাবনায় পাউবোর উপ-সহকারী প্রকৌশলী মো. আল-আমিন হোসাইন। তিনি বলেন, ‘দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

জানা গেছে, নৌবাড়ীয়া চৌরাস্তা মোড়ে ওয়াপদা বাঁধের প্রায় এক বিঘা খাল দখল করেছেন ইউপি সদস্য স্বপন ও তাঁর লোকজন। সপ্তাহ খানেক ধরে তাঁরা খালে বালু ভরাটের কাজ করছেন। এখন বালু ভরাটের কাজও প্রায় শেষের দিকে। এদিকে স্থানীয় লোকজন ঘটনাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

নৌবাড়ীয়া গ্রামের বাসিন্দা এস এম মাকসুদুল ইসলাম মাসুদ বলেন, ‘দখলকারীরা পাউবোর যে জায়গায় বালু ফেলছেন সেখানে তাঁদের ইজারা নেওয়া ১ শতাংশ জায়গা রয়েছে। অবৈধভাবে ইউপি সদস্য ও তাঁর লোকজন আমাদের জায়গাসহ পাউবোর খাল ভরাট করছেন।’

অভিযোগের বিষয়ে ইউপি সদস্য স্বপন হোসেন জানান, তাঁর নামে কাগজপত্র রয়েছে। এ জন্য তিনি বালু ফেলে খাল ভরাট করছেন।

তবে পাউবোর উপ-সহকারী প্রকৌশলী মো. আল-আমিন হোসাইন বলেন, ‘সংশ্লিষ্ট খাল কাউকে ইজারা দেওয়া হয়নি।’

পাবনায় এবার বিষপ্রয়োগে ৩ কুকুর হত্যার অভিযোগ

পাবনায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ

পাবনার কারাগারে আওয়ামী লীগ নেতা ও সংগীতশিল্পী প্রলয় চাকির মৃত্যু

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিরাপদ এলাকা গড়ব সবাইকে সঙ্গে নিয়ে

পাবনা-৫: ১৭ মামলার আসামি শিমুল, ইকবালের মাথায় ১

চাটমোহরে স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত নার্সকে ছুরিকাঘাতের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

কথা পরিষ্কার—নিরীহ মানুষকে গ্রেপ্তার করা যাবে না: হাবিব

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে ঈশ্বরদী

পাবনার সাঁথিয়া: উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগার