হোম > সারা দেশ > পাবনা

ভাঙ্গুড়ায় ট্রলির ধাক্কায় স্কুলছাত্র নিহত

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় ট্রলির ধাক্কায় সাইকেল আরোহী এক স্কুলছাত্র নিহত হয়েছে বলে জানা গেছে। এ দুর্ঘটনায় অক্ষত রয়েছেন সাইকেল আরোহী নিহতের মামাতো ভাই। 

আজ শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার নৌবাড়ীয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত স্কুলছাত্রের নাম রাকিবুল ইসলাম (১৬)। সে পার্শ্ববর্তী ফরিদপুর উপজেলার পাচুরিয়া গ্রামের প্রবাসী রবিউল ইসলামের ছেলে ও ফরিদপুর বর্ণমালা একাডেমির অষ্টম শ্রেণির ছাত্র। 

নিহতের মামাতো ভাই জুবায়ের হোসেন (২২) অক্ষত রয়েছেন বলে জানা গেছে। 

স্থানীয়রা বলছে, শুক্রবার বিকেলে মামাতো ভাই জুবায়ের ও রাকিবুল বাইসাইকেলে করে জুবায়েরের বাড়ি এরশাদনগর যাচ্ছিলেন। এ সময় জুবায়ের সাইকেল চালাচ্ছিলেন এবং রাকিবুল পেছনের সিটে বসেছিল। বিকেল ৫টার দিকে উপজেলার নৌবাড়ীয়া জামে মসজিদের কাছে পৌঁছালে মাটি বোঝাই একটি দ্রুতগতির ট্রলি সামনে থেকে তাদের ধাক্কা দেয়। এতে সাইকেল থেকে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় রাকিবুল। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মামাতো ভাই জুবায়ের হোসেন সম্পূর্ণ অক্ষত রয়েছেন। স্থানীয়রা ট্রলিটি ও চালককে আটক করে পুলিশ সোপর্দ করেছে। 
 
এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতের স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রলি ও চালককে স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়েছে।’ 

সড়কে ঝরল খালা-ভাগনের প্রাণ

পাবনায় মাহফিলের পাশে দোকান বসানো নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

চাটমোহরে সমতল জমিতে কমলা চাষে সম্ভাবনা, সফল কৃষক খয়বর

মুক্তিযোদ্ধাদের ‘জয় বাংলা’ স্লোগান, একজনের ছেলেকে মারধর

সংগীতশিল্পী ও আওয়ামী লীগ নেতা প্রলয় চাকী আটক

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালন

পাবিপ্রবি ও জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি

নিজামী-গোলাম আযমকে দেশপ্রেমিক বলায় ছাত্রদল-শিবির হট্টগোল

পাবনায় মদ পানে ২ যুবকের মৃত্যু