হোম > সারা দেশ > পাবনা

পাবনায় নদী থেকে মাটি কাটায় ৪ জনের কারাদণ্ড

পাবনা প্রতিনিধি

অবৈধভাবে নদীর মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ছবি: আজকের পত্রিকা

পাবনা সদর উপজেলায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে চারজনকে আটক করে প্রত্যেককে ২০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) হেমায়েতপুর ইউনিয়নের চর ভবানীপুর নদী এলাকায় এই অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—উপজেলার ইসলামপুর গ্রামের আফতাব হোসেনের ছেলে মাসুদ রানা (৪০), চর ভাঙ্গাবাড়িয়া গ্রামের মৃত শাহজালাল প্রামাণিকের ছেলে আব্দুল হালিম (৪৫), একই গ্রামের আব্দুর রশিদের ছেলে মনির হোসেন (২৫) ও টিকরী গ্রামের আব্দুল করিমের ছেলে আব্দুল লতিফ (২৫)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে হেমায়েতপুর ইউনিয়নের চর় ভবানীপুরে নদীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে ওই চারজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের প্রত্যেককে ২০ দিনের জেল দেওয়া হয়।

এ সময় ঘটনাস্থল থেকে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ইস্কাভেটর ও পাঁচটি ট্রাক জব্দ করা হয়। পরে সাজাপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়।

পাবনা-৫: ১৭ মামলার আসামি শিমুল ইকবালের মাথায় ১

চাটমোহরে স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত নার্সকে ছুরিকাঘাতের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

কথা পরিষ্কার—নিরীহ মানুষকে গ্রেপ্তার করা যাবে না: হাবিব

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে ঈশ্বরদী

পাবনার সাঁথিয়া: উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগার

আবু সাইয়িদের পক্ষে মনোনয়নপত্র বাছাইয়ে গিয়ে গ্রেপ্তার ২ আ.লীগ নেতা

পিটিয়ে হত্যা করা আইনজীবী নাঈম উবারে গাড়ি চালাতেন—জানালেন সহকর্মীরা

দখল-দূষণে বিলীন আত্রাই: নদ ভরাট করে ক্লিনিক মার্কেট ভবন

শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচিতে পুলিশের বাধা, পাল্টাপাল্টি ধাওয়ায় আহত ৩২

ঈশ্বরদীতে ৮ দফা দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, সড়ক অবরোধ