হোম > সারা দেশ > পাবনা

সাবেক ভূমিমন্ত্রীর ছেলে তমাল ১০ দিনের রিমান্ডে 

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে পাবনার ঈশ্বরদী উপজেলা যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমালকে পৃথক দুই মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের (২) হাকিম মো. মুস্তাফিজুর রহমান এ আদেশ দেন। 

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

আনুমানিক দুপুর পৌনে ১২টার দিকে তমালকে জেলা কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার দুই তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম ও উপপুলিশ পরিদর্শক (এসআই) নয়ন কুমার সাহা রিমান্ডের পৃথক শুনানিতে অংশ নেন। 

আদালতের হাকিম শুনানির পর অস্ত্র আইন এবং গুলিবর্ষণ মামলায় পাঁচ দিন করে সর্বমোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদেশের পর আসামিকে পাবনা কারাগারে নিয়ে যাওয়া হয়। 

এর আগে ঈশ্বরদীর কাচারিপাড়া ছাত্র–জনতা মিছিলে হামলার ঘটনায় গত ১৫ আগস্ট শিরহান শরীফ তমালসহ ৭১ জন নামীয় ও অজ্ঞাতনামা আরও ৭০-৮০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়। 

এ মামলায় তমালকে গ্রেপ্তার করে র‍্যাব। এ সময় তার কাছ থেকে পিস্তল–গুলিসহ মাদক উদ্ধার করা হয়। পরে র‍্যাবের পক্ষ থেকে অস্ত্র আইনে আরেকটি মামলা করা হয় ঈশ্বরদী থানায়। 

গ্রেপ্তারের পরপরই দুটি মামলার তদন্তকারী কর্মকর্তা পৃথক পৃথক ভাবে রিমান্ডের আবেদন করেন আদালতে। আবেদনের পরিপ্রেক্ষিতে আজ শুনানির ধার্যদিনে রিমান্ডের এ আদেশ দেন আদালত।

দখল-দূষণে বিলীন আত্রাই: নদ ভরাট করে ক্লিনিক মার্কেট ভবন

শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচিতে পুলিশের বাধা, পাল্টাপাল্টি ধাওয়ায় আহত ৩২

ঈশ্বরদীতে ৮ দফা দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, সড়ক অবরোধ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রূপপুর প্রকল্পের দুই শ্রমিকের

পাবনা-৩: স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ারুলের

সড়কে ঝরল খালা-ভাগনের প্রাণ

পাবনায় মাহফিলের পাশে দোকান বসানো নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

চাটমোহরে সমতল জমিতে কমলা চাষে সম্ভাবনা, সফল কৃষক খয়বর

মুক্তিযোদ্ধাদের ‘জয় বাংলা’ স্লোগান, একজনের ছেলেকে মারধর