হোম > সারা দেশ > পাবনা

দেশের সর্বনিম্ন ৭.৮ তাপমাত্রায় বিপর্যস্ত রাজশাহী ও ঈশ্বরদীর জনজীবন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী ও পাবনা জেলার ঈশ্বরদীতে আজ বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ভোর ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ককরা হয়েছে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি শীত মৌসুমে রাজশাহীর তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াসের ওপরেই ছিল। কয়েক দিন ধরে চলছিল মৃদু শৈত্যপ্রবাহ। বুধবার তাপমাত্রা আরও কমে মাঝারি শৈত্যপ্রবাহে রূপ নিয়েছে। বুধবার ভোর থেকে রাজশাহীতে কনকনে ঠান্ডা বাতাস বইছে। এতে তীব্র শীত অনুভূত হচ্ছে। 

আবহাওয়া অফিসের হিসাবে তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তা মৃদু শৈত্যপ্রবাহ। আর ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলো মাঝারি শৈত্যপ্রবাহ। ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসকে তীব্র এবং ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচের তাপমাত্রাকে অতি তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়। 

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক হেলেন খান আজকের পত্রিকাকে বলেন, ‘গত রোববার রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এটি ছিল চলতি শীত মৌসুমে রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা। এরপর তাপমাত্রা ৮ ডিগ্রির ওপরেই ছিল। বুধবার ভোরে রেকর্ড হওয়া ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাজশাহীর তো বটেই, দেশেরও সর্বনিম্ন তাপমাত্রা।’

এ দিকে মাঝারি শৈত্যপ্রবাহের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে কনকনে ঠান্ডা বাতাস বয়ে যাওয়ার কারণে শীত অনুভূত হচ্ছে বেশি। সকাল থেকে রাস্তায় লোকজনের চলাফেরাও কম। নিম্ন আয়ের মানুষকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে। 

আবহাওয়া অধিদপ্তরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা বিভাগের যশোর, চুয়াডাঙ্গাসহ রাজশাহী রংপুর বিভাগের ১৬ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে ৭২ ঘণ্টা পর তাপমাত্রা বাড়তে পারে। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হতে পারে। 

সড়কে ঝরল খালা-ভাগনের প্রাণ

পাবনায় মাহফিলের পাশে দোকান বসানো নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

চাটমোহরে সমতল জমিতে কমলা চাষে সম্ভাবনা, সফল কৃষক খয়বর

মুক্তিযোদ্ধাদের ‘জয় বাংলা’ স্লোগান, একজনের ছেলেকে মারধর

সংগীতশিল্পী ও আওয়ামী লীগ নেতা প্রলয় চাকী আটক

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালন

পাবিপ্রবি ও জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি

নিজামী-গোলাম আযমকে দেশপ্রেমিক বলায় ছাত্রদল-শিবির হট্টগোল

পাবনায় মদ পানে ২ যুবকের মৃত্যু