হোম > সারা দেশ > পাবনা

চাটমোহরে যুবলীগ নেতা আনিসকে হত্যার ঘটনায় থানায় মামলা, গ্রেপ্তার ৪ 

পাবনা ও চাটমোহর প্রতিনিধি

পাবনার চাটমোহরে জমি নিয়ে বিরোধের জেরে যুবলীগ নেতা আনিসুর রহমান আনিসকে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল শুক্রবার মৃতের ছেলে মিজানুর রহমান বাদী হয়ে ১৩ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপরই ওই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন প্রভাকরপাড়া গ্রামের মৃত আব্দুল হামিদ সরদারের ছেলে জাকিরুল সরদার (৪০) ও জাহিদুল সরদার (৩৬), মৃত বাহের উদ্দিনের ছেলে আইনুল হক (৬৫) এবং তাঁর ছেলে কাওসার হোসেন ওরফে সারোয়ার (২৮)। গ্রেপ্তারকৃতদের শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, গতকাল রাতে মৃতের ছেলে মিজানুর রহমান বাদী হয়ে ১৩ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করেছে।

অন্যদিকে, আজ শনিবার দুপুরে ময়নাতদন্ত শেষে মৃতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে মরদেহ নিয়ে বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী। মিছিলটি নতুন বাজার থেকে শুরু হয়ে পার্শ্বডাঙ্গা ইউনিয়নের প্রভাকরপাড়া গ্রামে গিয়ে শেষ হয়।

এ সময় বক্তব্য রাখেন যুবলীগ নেতা গাজিবুর রহমান, ছাত্রলীগ নেতা আরিফ হোসেন, সাগর আহম্মেদ, আজিবর রহমান প্রমুখ। অবিলম্বে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের প্রভাকরপাড়া গ্রামের আয়নাল হক ও আনিসুর রহমানের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ সেই জায়গা নিজের দাবি করে গতকাল দুপুরে আনিসুর রহমান সীমানাপ্রাচীর দেওয়ার সময় আয়নাল হক গংয়েরা হামলা চালায়। এতে আনিসসহ আরও ছয়জন আহত হন। এ সময় গুরুতর আহতাবস্থায় আনিসকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পাবনায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ

পাবনার কারাগারে আওয়ামী লীগ নেতা ও সংগীতশিল্পী প্রলয় চাকির মৃত্যু

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিরাপদ এলাকা গড়ব সবাইকে সঙ্গে নিয়ে

পাবনা-৫: ১৭ মামলার আসামি শিমুল, ইকবালের মাথায় ১

চাটমোহরে স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত নার্সকে ছুরিকাঘাতের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

কথা পরিষ্কার—নিরীহ মানুষকে গ্রেপ্তার করা যাবে না: হাবিব

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে ঈশ্বরদী

পাবনার সাঁথিয়া: উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগার

আবু সাইয়িদের পক্ষে মনোনয়নপত্র বাছাইয়ে গিয়ে গ্রেপ্তার ২ আ.লীগ নেতা