হোম > সারা দেশ > পাবনা

সাঁথিয়ায় ককটেল-পেট্রলবোমা জব্দ, বিস্ফোরণে আহত যুবক

পাবনা ও সাঁথিয়া প্রতিনিধি

জব্দ করা ককটেল ও পেট্রলবোমা। ছবি: আজকের পত্রিকা

পাবনার সাঁথিয়ায় ককটেল বিস্ফোরণে নিকবার হোসেন (৩৫) নামের এক যুবক আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ছয়টি ককটেল ও পাঁচটি পেট্রলবোমা জব্দ করেছে পুলিশ।

গতকাল রোববার রাত ১০টার দিকে সাঁথিয়া পৌরসভার ১৬৫ নম্বর শশদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে আহত যুবক নেকবাল পলাতক রয়েছেন। তিনি উপজেলার করমজা ইউনিয়নের আফড়া পশ্চিমপাড়া গ্রামের হাচেন সরদারের ছেলে। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত ১০টার দিকে শশদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিচে হঠাৎ বিকট শব্দ শুনতে পান এলাকাবাসী। তাঁরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান বিদ্যালয়ের নিচে ছয়টি লালটেপ জড়ানো ককটেল এবং পাঁচটি কাচের বোতলে পেট্রলবোমা পড়ে আছে। স্থানীয়রা তাৎক্ষণিক পুলিশকে খবর দিলে পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে ককটেল ও পেট্রলবোমা জব্দ করে।

স্থানীয় বাসিন্দা রাজা হোসেন ও হেলাল উদ্দিন বলেন, ‘রাত ১০টার দিকে আমরা হঠাৎ তিনবার বিকট শব্দ শুনতে পাই। ঘটনাস্থলে গিয়ে ককটেল ও পেট্রলবোমা দেখতে পেয়ে পুলিশকে খবর দিই।’

এ ঘটনায় পাবনার পুলিশ সুপার মোরতোজা আলী, অতিরিক্ত পুলিশ সুপার (বেড়া সার্কেল) আবুল কালাম আজাদ, সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওসি সাইদুর রহমান বলেন, ‘বোমা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থল থেকে ককটেল ও পেট্রলবোমা জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বোমা ককটেল বানানোর সময় বিস্ফোরণ হতে পারে। তবে কেন সেগুলো তৈরি করা হয়েছিল তদন্ত করে বলা যাবে। রহস্য উদ্‌ঘাটন এবং আহত যুবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। কেউ অভিযোগ দেয়নি।’

শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচিতে পুলিশের বাধা, পাল্টাপাল্টি ধাওয়ায় আহত ৩২

ঈশ্বরদীতে ৮ দফা দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, সড়ক অবরোধ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রূপপুর প্রকল্পের দুই শ্রমিকের

পাবনা-৩: স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ারুলের

সড়কে ঝরল খালা-ভাগনের প্রাণ

পাবনায় মাহফিলের পাশে দোকান বসানো নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

চাটমোহরে সমতল জমিতে কমলা চাষে সম্ভাবনা, সফল কৃষক খয়বর

মুক্তিযোদ্ধাদের ‘জয় বাংলা’ স্লোগান, একজনের ছেলেকে মারধর

সংগীতশিল্পী ও আওয়ামী লীগ নেতা প্রলয় চাকী আটক