হোম > সারা দেশ > পাবনা

ভাঙ্গুড়ায় ২টি ঈগল পাখি উদ্ধার 

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ২টি দেশীয় প্রজাতির ঈগল পাখির বাচ্চা উদ্ধার করেছে বন বিভাগ। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার মন্ডতোষ ইউনিয়নের দিয়ারপাড়া গ্রামের ফরহাদ আলীর বাড়ি থেকে বাচ্চা দুটি উদ্ধার করা হয়। পরে পাখি দুটিকে পাবনা বন বিভাগের কাছ হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দিয়ারপাড়া গ্রামের ফরহাদ আলী ২০ থেকে ২২ দিন আগে ভাঙ্গুড়া রেলস্টেশন সংলগ্ন কড়ই গাছের নিচে ঈগল পাখির দুটি বাচ্চা পড়ে থাকতে দেখেন। তখন তিনি পাখি দুটিকে বাড়িতে নিয়ে লালন-পালন শুরু করেন। 

বিষয়টির খবর পেয়ে গতকাল মঙ্গলবার দুপুরে ওই বাড়িতে গিয়ে পাখি দুটি উদ্ধার করেন জাতীয় বন বিভাগের চাটমোহর উপজেলার কর্মকর্তা এ. জাহিদ হোসেন। 

চাটমোহর উপজেলা বন কর্মকর্তা এ. জাহিদ হোসেন বলেন, ‘ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খানের নির্দেশনায় ঈগল পাখির বাচ্চা দুইটি উদ্ধার করা হয়েছে। ঈগল পাখির বাচ্চা দুটি সুস্থ ও স্বাভাবিক আছে। পাখি দুটিকে পাবনা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান আজকের পত্রিকাকে বলেন, ‘ঈগল পাখির বাচ্চা দুটি উদ্ধার করে পাবনা বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

পাবনায় এবার বিষপ্রয়োগে ৩ কুকুর হত্যার অভিযোগ

পাবনায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ

পাবনার কারাগারে আওয়ামী লীগ নেতা ও সংগীতশিল্পী প্রলয় চাকির মৃত্যু

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিরাপদ এলাকা গড়ব সবাইকে সঙ্গে নিয়ে

পাবনা-৫: ১৭ মামলার আসামি শিমুল, ইকবালের মাথায় ১

চাটমোহরে স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত নার্সকে ছুরিকাঘাতের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

কথা পরিষ্কার—নিরীহ মানুষকে গ্রেপ্তার করা যাবে না: হাবিব

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে ঈশ্বরদী

পাবনার সাঁথিয়া: উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগার