হোম > সারা দেশ > পাবনা

ঈশ্বরদীতে প্রাইভেট কার-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদী-কুষ্টিয়া সড়কে প্রাইভেট কারের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মেহেদি হাসান মিঠু (৪২) নামে এক সিএনজিচালক নিহত হয়েছেন। এ সময় প্রাইভেট কারের চালকসহ আরও পাঁচজন আহত হয়েছেন।

আজ সোমবার সকালে ঈশ্বরদী-কুষ্টিয়া সড়কের ছলিমপুরের জয়নগর বিশ্বরোড মোড়ে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত চালক মেহেদি ঈশ্বরদী উপজেলার ছলিমপুরের চরমিরকামারী গ্রামের আতাউর রহমানের ছেলে।

ঈশ্বরদী ফায়ার সার্ভিস ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল ৭টার দিকে উপজেলার দাশুড়িয়া মোড় থেকে একটি সিএনজিতে কয়েকজন যাত্রী নিয়ে পাকশীর রূপপুর যাচ্ছিল। এ সময় কুষ্টিয়া থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারের সঙ্গে সিএনজির মুখোমুখি ধাক্কা লেগে যাত্রীসহ সিএনজিটি রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে প্রাইভেট কার, সিএনজিতে থাকা চালকসহ ছয়জন আহত হন। তাঁদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দুপরে চিকিৎসাধীন অবস্থায় সিএনজিচালক মেহেদির মৃত্যু হয়। 

পাকশী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশীষ কুমার জানান, দুর্ঘটনায় নিহত সিএনজিচালককে উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

পাবনায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ

পাবনার কারাগারে আওয়ামী লীগ নেতা ও সংগীতশিল্পী প্রলয় চাকির মৃত্যু

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিরাপদ এলাকা গড়ব সবাইকে সঙ্গে নিয়ে

পাবনা-৫: ১৭ মামলার আসামি শিমুল, ইকবালের মাথায় ১

চাটমোহরে স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত নার্সকে ছুরিকাঘাতের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

কথা পরিষ্কার—নিরীহ মানুষকে গ্রেপ্তার করা যাবে না: হাবিব

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে ঈশ্বরদী

পাবনার সাঁথিয়া: উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগার

আবু সাইয়িদের পক্ষে মনোনয়নপত্র বাছাইয়ে গিয়ে গ্রেপ্তার ২ আ.লীগ নেতা