হোম > সারা দেশ > পাবনা

রূপপুর প্রকল্পে ফের চুরি, তামার তারসহ গ্রেপ্তার ১ 

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ভেতর থেকে আবারও চুরির ঘটনা ঘটেছে। তবে ভেতর থেকে চোর পালাতে পারেনি। রূপপুর প্রকল্পে দায়িত্বে থাকা সেনাবাহিনীর সদস্যরা চুরি করা ১০ দশমিক ৬ মিটার তামার তারসহ একজনকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। 

ঈশ্বরদী থানা-পুলিশ আজ রোববার আটক ওই ব্যক্তিকে চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাবনা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ওই ব্যক্তির নাম মোহাম্মদ মুকুল মণ্ডল (৪৫)। তিনি উপজেলার পাকশী ইউনিয়নের দিয়াড় সাহাপুর গ্রামের আব্দুল গণির ছেলে। 
 
মামলার এজাহার সূত্র ধরে পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ৪ নম্বর গেট দিয়ে চুরির মালামাল পাচারের সময় সেনাবাহিনী সদস্যদের হাতে ধরা পড়ে মুকুল। এ সময় তাঁর কাছ থেকে ১০ দশমিক ৬ মিটার তামার উদ্ধার করা হয়। উদ্ধারের পর আজ রোববার সেনাসদস্যরা চোরাই তারসহ তাঁকে ঈশ্বরদী থানায় সোপর্দ করে। 

পরে পুলিশ আটক ওই ব্যক্তির বিরুদ্ধে চুরির মামলা দায়ের করে। মামলায় মুকুল মণ্ডলকে প্রধান আসামি করা হয়েছে। 

ঈশ্বরদী থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, আটক ব্যক্তিকে চুরির নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাবনা আদালত পাঠানো হয়। পরে জামিন নামঞ্জুর করে আদালত তাঁকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। 

উল্লেখ্য, রূপপুর প্রকল্পের ভেতরে জাহাজের মালামাল ওঠানামার নির্ধারিত স্থানে থাকা দুটি ট্রেন থেকে সম্প্রতি ২৯৫ মিটার তার চুরি হয়। যার মূল্য ৬৫ লাখ টাকা। ধারণা করা হচ্ছে, গত ৩০ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে রূপপুর প্রকল্পের ভেতরে রাখা ক্রেন দুটি থেকে এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশ কুষ্টিয়া জেলা থেকে ওই মামলায় দু'জনকে গ্রেপ্তার করলেও তাঁদের কাছ থেকে চোরাই মালামাল উদ্ধার করতে পারেনি।

পাবনায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ

পাবনার কারাগারে আওয়ামী লীগ নেতা ও সংগীতশিল্পী প্রলয় চাকির মৃত্যু

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিরাপদ এলাকা গড়ব সবাইকে সঙ্গে নিয়ে

পাবনা-৫: ১৭ মামলার আসামি শিমুল, ইকবালের মাথায় ১

চাটমোহরে স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত নার্সকে ছুরিকাঘাতের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

কথা পরিষ্কার—নিরীহ মানুষকে গ্রেপ্তার করা যাবে না: হাবিব

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে ঈশ্বরদী

পাবনার সাঁথিয়া: উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগার

আবু সাইয়িদের পক্ষে মনোনয়নপত্র বাছাইয়ে গিয়ে গ্রেপ্তার ২ আ.লীগ নেতা