হোম > সারা দেশ > পাবনা

ছাত্রলীগের ৮ কর্মী গুলিবিদ্ধ, ঘটনার ৪ দিন পর মামলা

পাবনা প্রতিনিধি

পাবনা শহরে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের এক পক্ষ আরেক পক্ষের ওপর গুলি চালায়। এতে ৮ জন গুলিবিদ্ধ হওয়ার ঘটনার চার দিন পর আজ মঙ্গলবার রাতে মামলা হয়েছে। 

পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইফতে আরাফাত সিফাতকে প্রধান করে ১৫ জনের নাম উল্লেখসহ ৭-৮ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়। 

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আজ মঙ্গলবার রাতে মামলা নথিভুক্ত করা হয়েছে।’ 

তিনি আরও বলেন, ১৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ৭-৮ জনকে মামলায় আসামি করা হয়ে আছেন। এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আসামিরা বিভিন্ন জায়গায় আত্মগোপনে আছেন। আমাদের অভিযান অব্যাহত আছে। খুব শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।’ 

এর আগে গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে পাবনা বাস টার্মিনালের পাশে মাসুম বাজারের সামনে আধিপত্য বিস্তার নিয়ে জেলা ছাত্রলীগের সহসভাপতি মেহেদী হাসান ও তার সমর্থকদের ওপর গুলি চালায় পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইফতে আরাফাত সিফাত ও তার লোকজন। এতে ছাত্রলীগকর্মী মিলন, শান্ত, আকাশ, আরাফাত, সজীব, তানজিদ, রঞ্জু ও রাফি গুলিবিদ্ধ হন। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা চলছে।

কথা পরিষ্কার—নিরীহ মানুষকে গ্রেপ্তার করা যাবে না: হাবিব

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে ঈশ্বরদী

পাবনার সাঁথিয়া: উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগার

আবু সাইয়িদের পক্ষে মনোনয়নপত্র বাছাইয়ে গিয়ে গ্রেপ্তার ২ আ.লীগ নেতা

পিটিয়ে হত্যা করা আইনজীবী নাঈম উবারে গাড়ি চালাতেন—জানালেন সহকর্মীরা

দখল-দূষণে বিলীন আত্রাই: নদ ভরাট করে ক্লিনিক মার্কেট ভবন

শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচিতে পুলিশের বাধা, পাল্টাপাল্টি ধাওয়ায় আহত ৩২

ঈশ্বরদীতে ৮ দফা দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, সড়ক অবরোধ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রূপপুর প্রকল্পের দুই শ্রমিকের

পাবনা-৩: স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ারুলের