হোম > সারা দেশ > পাবনা

নিখোঁজের পাঁচ দিন পর ডোবায় মিলল রিকশাচালকের মরদেহ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে নিখোঁজের পাঁচ দিন পর বাড়ির পাশের ডোবা থেকে সুমন আলী (৩৫) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে শহরের পিয়ারপুরে পশ্চিম পাথরপাড়া থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তিনি শহরের পিয়ারাখালী এলাকার বাসিন্দা ইমান আলীর ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, সুমন আলী নেশাগ্রস্ত ছিলেন। কয়েক দিন আগে নেশার ঘোরে তাঁর শরীরে অস্থিরতা বেড়ে যায়। গত শুক্রবার থেকে পরিবারের লোকজন তাঁকে খুঁজে পাচ্ছিলেন না। আজ দুপুরে বাড়ির পাশে একটি ডোবায় তাঁর লাশ ভাসতে দেখে এক ব্যক্তি পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ দুপুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়। 

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, ‘ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে ওই যুবকের মৃত্যু হয়েছে। তিনি নেশাগ্রস্ত ছিল বলে জেনেছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে এ ঘটনায় নিহতের পরিবারের থেকে এখনো লিখিত অভিযোগ পাইনি।’

পাবনায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ

পাবনার কারাগারে আওয়ামী লীগ নেতা ও সংগীতশিল্পী প্রলয় চাকির মৃত্যু

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিরাপদ এলাকা গড়ব সবাইকে সঙ্গে নিয়ে

পাবনা-৫: ১৭ মামলার আসামি শিমুল, ইকবালের মাথায় ১

চাটমোহরে স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত নার্সকে ছুরিকাঘাতের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

কথা পরিষ্কার—নিরীহ মানুষকে গ্রেপ্তার করা যাবে না: হাবিব

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে ঈশ্বরদী

পাবনার সাঁথিয়া: উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগার

আবু সাইয়িদের পক্ষে মনোনয়নপত্র বাছাইয়ে গিয়ে গ্রেপ্তার ২ আ.লীগ নেতা