পাবনা-১ আসনের বিভিন্ন কেন্দ্র থেকে স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) অধ্যাপক আবু সাইয়িদের এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। আজ রোববার বেলা ১১টার দিকে জেলার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি মাদ্রাসা ভোটকেন্দ্রে সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন তিনি।
আবু সাইয়িদ বলেন, সাঁথিয়ার সিলন্দা, ধুলাউড়ি, মাহমুদপুরসহ বিভিন্ন ভোটকেন্দ্র থেকে তাঁর অনেক এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। ফোনেও তাঁদের পাওয়া যাচ্ছে না। এজেন্টবিহীন ভোট চলতে থাকলে সুষ্ঠু ভোট হওয়া নিয়ে তিনি শঙ্কা প্রকাশ করেন।
আওয়ামী লীগের সাবেক এই তথ্য প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) মু. আসাদুজ্জামান এবং সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তাৎক্ষণিক অবহিত করেছেন। তাঁরা আশ্বস্ত করেছেন যে, সংশ্লিষ্ট জায়গাগুলোতে টিম পাঠানো হবে।
ধুলাউড়ি মাদ্রাসা কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা খালিদ মোশাররফ বলেন, এই কেন্দ্রে ৩ হাজার ২০০ ভোটার আছেন। সকাল থেকে ১১টা পর্যন্ত ভোটার উপস্থিতি ছিল সন্তোষজনক।