হোম > সারা দেশ > পাবনা

জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থীসহ ৬ জন আটক

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

নাশকতার পরিকল্পনার অভিযোগে পাবনার ভাঙ্গুড়ায় আগামী জাতীয় নির্বাচনে জামায়াত মনোনীত পাবনা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থীসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার ভোরে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের তারবিয়াত সেক্রেটারি অধ্যাপক মাওলানা আলী আছগার (৫৮), উপজেলা জামায়াতের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহিম (৬০), আব্দুল আজিজ (৬৫), আফসার আলী (৫৫), ঈসমাইল হোসেন (৪২) ও আল আমিন (৩৫)।

তবে উপজেলা জামায়াতের আমির মাওলানা মহির উদ্দিন দাবি করেন, তাঁরা কোনো গোপন মিটিং করে নাশকতার পরিকল্পনা করেননি। পুলিশ বাড়ি বাড়ি অভিযান চালিয়ে তাঁদের নেতা-কর্মীদের গ্রেপ্তার করেছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আটক নেতা-কর্মীদের মুক্তি দাবি করেন।

এ বিষয়ে জানতে চাইলে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে জামায়াতের নেতা-কর্মীরা নাশকতার পরিকল্পনা করছিলেন। তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রূপপুর প্রকল্পের দুই শ্রমিকের

পাবনা-৩: স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ারুলের

সড়কে ঝরল খালা-ভাগনের প্রাণ

পাবনায় মাহফিলের পাশে দোকান বসানো নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

চাটমোহরে সমতল জমিতে কমলা চাষে সম্ভাবনা, সফল কৃষক খয়বর

মুক্তিযোদ্ধাদের ‘জয় বাংলা’ স্লোগান, একজনের ছেলেকে মারধর

সংগীতশিল্পী ও আওয়ামী লীগ নেতা প্রলয় চাকী আটক

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালন

পাবিপ্রবি ও জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি