হোম > সারা দেশ > পাবনা

বদলির ২ দিন পর রেস্টহাউসে বিদ্যুৎ প্রকৌশলীর লাশ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি 

কাজে যোগ দেওয়ার দুই দিন পর পাবনার ঈশ্বরদীতে শামীম হোসেন (২৫) নামের এক প্রকৌশলীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার উপজেলার ছলিমপুরে পাওয়ার গ্রিড কোম্পানির জয়নগর রেস্টহাউস থেকে লাশটি উদ্ধার করা হয়।

কাজে যোগ দেওয়ার দুই দিন পর পাবনার ঈশ্বরদীতে শামীম হোসেন (২৫) নামের এক প্রকৌশলীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার উপজেলার ছলিমপুরে পাওয়ার গ্রিড কোম্পানির জয়নগর রেস্টহাউস থেকে লাশটি উদ্ধার করা হয়।

শামীম হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার শৈলগাড়ি এলাকার মসলেম উদ্দিনের ছেলে এবং ঈশ্বরদী পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) জিএমডি শাখার উপসহকারী প্রকৌশলী। জয়নগরের ওই রেস্টহাউসে থাকতেন।

এ বিষয়ে রেস্টহাউসের তত্ত্বাবধায়ক (বাবুর্চি) হাফিজুর রহমান জানান, প্রতিদিনের ন্যায় আজ (বুধবার) সকালে রান্না করতে এসে তিনি রেস্টহাউসের দোতলায় ফ্যানের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় শামীম হোসেনের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে স্থানীয়দের মাধ্যমে থানায় খবর দিলে বেলা সোয়া ১টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। এ সময় লাশের পরনে লুঙ্গি ছিল।

পিজিসিবি স্থানীয় শাখার প্রশাসনিক সহকারী কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, শামীম হোসেন পাওয়ার গ্রিড ঢাকার (পিএনডি) নিরাপত্তা অনুশাখা থেকে দুই দিন আগে সোমবার (২১ এপ্রিল) ঈশ্বরদী পিজিসিবির জিএমডি শাখায় যোগাদান করেন। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো কেউ জানাতে পারেনি।

শামীমের বাবা মসলেম উদ্দিন বলেন, ‘মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলতে পারছি না। মানসিক দুশ্চিন্তাগ্রস্ত হয়েও সে আত্মহত্যা করতে পারে। ইতিপূর্বে শামীম বগুড়ায় বিভাগীয় প্রশিক্ষণে অংশগ্রহণকালে একাধিকবার চাকরি থেকে পদত্যাগ করতে চেয়েছিল।’

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, ‘বিষয়টি আমরা তদন্ত করছি। এখনো কিছু বোঝা যাচ্ছে না। লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মৃতের পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নিখোঁজের ৫ দিন পর পাবনার বিলে হাত-পা ও মুখ বাঁধা কিশোরীর লাশ

পাবনায় অস্ত্র-গুলিসহ ‘কিলার জাহিদ’ গ্রেপ্তার

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: জাতীয় পুরস্কারপ্রাপ্ত হাসপাতালের দুরবস্থা

পাবনা বিএডিসি: এডির স্বেচ্ছাচারিতায় অচলাবস্থা

চাটমোহরে শিয়ালের মাংস বাজারে বিক্রির অভিযোগ

পাবনায় এবার বিষপ্রয়োগে ৩ কুকুর হত্যার অভিযোগ

পাবনায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ

পাবনার কারাগারে আওয়ামী লীগ নেতা ও সংগীতশিল্পী প্রলয় চাকির মৃত্যু

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিরাপদ এলাকা গড়ব সবাইকে সঙ্গে নিয়ে