হোম > সারা দেশ > পাবনা

৮ বছর ধরে গুম হওয়া গাফ্ফারের সন্ধান চায় পরিবার

পাবনা প্রতিনিধি

২০১৬ সালের ৪ ডিসেম্বর। মা সালেহা খাতুনকে হাসপাতালে চিকিৎসা করিয়ে বাসায় ফিরে একসঙ্গে খাবার খান আব্দুল গাফ্ফার পিয়াস। পরে ভাইকে সহযোগিতা করতে তাঁর দোকানে বসেন। ওই দিন বেলা আড়াইটার দিকে কয়েকজন তাঁকে মাইক্রোতে করে নিয়ে যান। এরপর কেটে যায় আট বছর, এখনো তাঁর সন্ধান পায়নি পরিবার।

আজ সোমবার দুপুরে গুমের শিকার আব্দুর গাফ্ফার পিয়াসকে ফেরত চেয়ে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন পরিবারের সদস্যরা। তাঁরা পিয়াসের সন্ধান চেয়ে প্রশাসনের সাহায্য কামনা করেন।

আব্দুল গাফ্ফার পিয়াস পাবনা শহরের লাইব্রেরি বাজারের মৃত হারুনুর রশিদের ছেলে।

পরিবারের সদস্যরা বলেন, কয়েকজন লোক সাদাপোশাকে এসেই তাঁর মোবাইল কেড়ে নেয় এবং বাইরে আসতে বলে। বাইরে এলেই সঙ্গে সঙ্গেই সাদা মাইক্রোবাসে জোর করে উঠিয়ে নিয়ে চলে যায় তারা। ঘটনার পর সেদিন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলেও পুলিশ জিডি নেয়নি। তবে তার পড়াশোনা, চলাফেরা, ধর্ম নিয়ে পুলিশ নানা সময়ে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেছে। পিয়াস মাদ্রাসা থেকে পাস করে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ২০১৪ সালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে বিএসসি ভর্তি হওয়ার জন্য চেষ্টা করছিল।

পিয়াসের মা সালেহা খাতুন বলেন, ‘ছেলেটা খুব ধার্মিক ছিল। কিন্তু কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিল না। সে যত অপরাধই করুক না কেন, প্রচলিত আইনে তার বিচার হোক। কিন্তু আমরা তার খোঁজ চাই। সে কোথায় আছে, কেমন আছে জানি না। আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া হোক আমার ছেলেকে।’

সংবাদ সম্মেলনে মা সালেহা খাতুন, ভাই আব্দুল হালিম, আব্দুল হামিদ, ভাবি সুমাইয়া মিম, শম্পা খাতুন ও সুরাইয়া খাতুনসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

কথা পরিষ্কার—নিরীহ মানুষকে গ্রেপ্তার করা যাবে না: হাবিব

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে ঈশ্বরদী

পাবনার সাঁথিয়া: উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগার

আবু সাইয়িদের পক্ষে মনোনয়নপত্র বাছাইয়ে গিয়ে গ্রেপ্তার ২ আ.লীগ নেতা

পিটিয়ে হত্যা করা আইনজীবী নাঈম উবারে গাড়ি চালাতেন—জানালেন সহকর্মীরা

দখল-দূষণে বিলীন আত্রাই: নদ ভরাট করে ক্লিনিক মার্কেট ভবন

শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচিতে পুলিশের বাধা, পাল্টাপাল্টি ধাওয়ায় আহত ৩২

ঈশ্বরদীতে ৮ দফা দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, সড়ক অবরোধ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রূপপুর প্রকল্পের দুই শ্রমিকের

পাবনা-৩: স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ারুলের