হোম > সারা দেশ > পাবনা

অডিও ক্লিপকে মিথ্যা বলে পাবনা স্বেচ্ছাসেবক লীগ সভাপতির সংবাদ সম্মেলন

পাবনা প্রতিনিধি

সম্প্রতি পাবনা জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি খন্দকার আহমেদ শরীফ ডাবলুর বিরুদ্ধে পদ বাণিজ্যের অভিযোগ উঠেছে। তার একটি অডিও বিভিন্ন মাধ্যমে ফাঁস হয়েছে। এ নিয়ে আলোচনা সমালোচনা শুরু হলে নিজের অবস্থান ব্যাখ্যা করতে সংবাদ সম্মেলন করেছেন খন্দকার আহমেদ শরীফ ডাবলু। 

আজ শনিবার দুপুরে পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি খন্দকার আহমেদ শরীফ ডাবলু বলেন, ‘২০২০ সালের ২৬ নভেম্বর সভাপতি হওয়ার পর তৃণমূলে দলকে সুসংগঠিত ও বিভিন্ন কমিটি গঠন প্রক্রিয়া শুরু করি। ঠিক তখনই দলের ভেতরে পেতে থাকা কুচক্রী মহল নিজ স্বার্থ হাসিলে ব্যর্থ হয়ে সংগঠনের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে আসছে।’ 

খন্দকার আহমেদ বলেন, ‘সম্প্রতি চাটমোহর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন নিয়ে পদ বাণিজ্য, অনৈতিক লেনদেনের বিভিন্ন সংবাদ প্রকাশিত হয়েছে। যেখানে আমার সঙ্গে এক নেতার ব্যবসায়িক লেনদেনের কথাবার্তাকে পদ বাণিজ্যের ফোনালাপ ফাঁস হিসেবে রটানো হচ্ছে। যা সত্য নয়। ওই ফোনালাপে তাদের পূর্ব পরিচয়ের সূত্র ধরে ব্যবসায়িক লেনদেনের কথা বলা হয়েছে। পদ বাণিজ্যের মতো কাজের সঙ্গে আমি জড়িত নই।’ 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মোস্তাফিজুর রহমান সুমন, নজরুল ইসলাম সোহেল, রমজান আলী শেখ সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আলিম, সাংগঠনিক সম্পাদক সোয়াইব রাফসান বারী, গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম মনি, দপ্তর সম্পাদক সোহান মাহমুদ বাপ্পি, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, এসএম আশরাফুজ্জামান বাবু, মনোয়ারুল কাদের অলিন, ফয়সাল আহমেদ, রবিউল ইসলাম হৃদয়, রাজিব চৌধুরী প্রমুখ।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালন

পাবিপ্রবি ও জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি

নিজামী-গোলাম আযমকে দেশপ্রেমিক বলায় ছাত্রদল-শিবির হট্টগোল

পাবনায় মদ পানে ২ যুবকের মৃত্যু

পাবনায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা শিমুল বিশ্বাসসহ আহত ৪

পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চালু মার্চেই: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

বিশ্ববিদ্যালয়ছাত্র নাফিউল হত্যা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরছে, ধরছে না পুলিশ: অভিযোগ বাবা-মায়ের

আটটি কুকুরছানা হত্যা: সেই নিশি রহমানের জামিন মঞ্জুর

মামলা ষড়যন্ত্রমূলক দাবি করে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

বিস্ফোরক মামলায় আওয়ামী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জেলে