হোম > সারা দেশ > পাবনা

ভাঙ্গুরায় আজও নতুন বই পায়নি প্রাক-প্রাথমিক শিক্ষার্থীরা

ভাঙ্গুরা (পাবনা) প্রতিনিধি

বছরের প্রথম দিনে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের প্রতিষ্ঠানে গিয়ে পেয়ে যায় নতুন বই। নতুন বই হাতে পেয়ে এসব শিশু-কিশোর শিক্ষার্থীদের মনে তৈরি হয় এক অন্যরকম আনন্দ। কিন্তু এই আনন্দ থেকে এখনো বঞ্চিত হয়ে আছে একদল শিশু শিক্ষার্থী। 

আট দিন অতিবাহিত হলেও পাবনার ভাঙ্গুরা উপজেলার প্রাক প্রাথমিকের ৪ হাজার ২০০ খুদে শিক্ষার্থী পায়নি নতুন বই। আজ শনিবার উপজেলার বিদ্যালয়গুলোতে বই এসে না পৌঁছানোয় খালি হাতে ফিরে গেছে খুদে শিক্ষার্থীরা। 

জানা যায়, নতুন এ বছরের প্রথম দিনে উপজেলার ৯৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করা হয়। এদিন প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের মাঝে সবগুলো বই বিতরণ করা হয়। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের দেওয়া হয়েছে দুটি করে বই। অন্যদিকে, প্রাক প্রাথমিকের ৪ হাজার ২শ শিক্ষার্থীরা সিলেবাস অনুযায়ী একটি বই ও একটি অনুশীলন খাতা পাওয়ার কথা। কিন্তু বছরের প্রথম দিনে অনুশীলন খাতা পেলেও নতুন বইয়ের গন্ধ এখনো পায়নি এ সকল খুদে শিক্ষার্থী। 

খোঁজ নিয়ে জানা যায়, আজ শনিবার নতুন বই নিতে বিদ্যালয়ে আসে প্রাক-প্রাথমিকের শিশু শিক্ষার্থীরা। এ সময় স্কুলে এখনো বই আসেনি বলে তাদের জানিয়েছে শিক্ষকেরা। ফলে প্রথম দিনের মতো আজও মন খারাপ করে খালি হাতে ফিরতে হয় ওদের। 

এ বিষয়ে উপজেলার খানমরিচ ইউনিয়নের পরমান্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান বলেন, 'বিদ্যালয়ে বই এসে না পৌঁছানোয় প্রাক-প্রাথমিকের খুদে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা যায়নি। তবে প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা সবগুলো বই পেয়েছে। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে দুইটি করে বই বিতরণ করা হয়েছে।' 

উপজেলার অষ্টমনীষা ইউনিয়নের ঝবঝবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজমুন্নাহার বলেন, 'প্রাক-প্রাথমিকের নতুন বই না পাওয়ায় শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পারিনি। তবে ওদেরকে অনুশীলন খাতা দেওয়া হয়েছে।' 

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, 'বই এসে না পৌঁছানোয় প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা সম্ভব হয়নি। এ ছাড়া তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সবগুলো বই না পাওয়ায় বিতরণ করা যায়নি। আশা করি খুব কম সময়ের মধ্যে বইগুলো পেয়ে যাব।’ 

পাবনায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ

পাবনার কারাগারে আওয়ামী লীগ নেতা ও সংগীতশিল্পী প্রলয় চাকির মৃত্যু

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিরাপদ এলাকা গড়ব সবাইকে সঙ্গে নিয়ে

পাবনা-৫: ১৭ মামলার আসামি শিমুল, ইকবালের মাথায় ১

চাটমোহরে স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত নার্সকে ছুরিকাঘাতের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

কথা পরিষ্কার—নিরীহ মানুষকে গ্রেপ্তার করা যাবে না: হাবিব

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে ঈশ্বরদী

পাবনার সাঁথিয়া: উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগার

আবু সাইয়িদের পক্ষে মনোনয়নপত্র বাছাইয়ে গিয়ে গ্রেপ্তার ২ আ.লীগ নেতা