হোম > সারা দেশ > পাবনা

পুকুরে ধসে পড়ছে সড়ক

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় পুকুরে ধসে পড়ছে একটি পাকা সড়ক। গত কয়েক বছরে সড়কটি একাধিকবার সংস্কার করা হলেও ধস রোধ করা যাচ্ছে না। সড়কটি ভাঙ্গুড়ায় পৌরসভার সারুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পাটুলীপাড়া চৌরাস্তা আঞ্চলিক মহাসড়ক পর্যন্ত। আড়াই কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কের একপাশ ঘেঁষে স্থানীয় প্রভাবশালীরা একাধিক পুকুর খনন করেছেন। এখন সড়কটির বেশির ভাগ অংশ এসব পুকুরে ধসে পড়ছে। 

সরেজমিনে দেখা যায়, এ সড়কটি দিয়ে প্রতিদিন মানুষসহ শত শত যানবাহন চলাচল করে। কিন্তু সড়কটির এক পাশ ঘেঁষে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ১০-১২টি পুকুর খনন করে দীর্ঘদিন মাছ চাষ করে আসছেন। এতে করে ঝুঁকিতে পড়েছে পাকা সড়কটি। বর্তমানে সড়কটির বেশির ভাগ অংশ ভেঙে পুকুরে ধসে পড়ার উপক্রম হয়েছে। এতে সড়কটি দিয়ে যাতায়াতে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয়রা জানান, সড়কটি একাধিকবার সংস্কার করেও ধস রোধ করা যাচ্ছে না। সামান্য বৃষ্টি ও যানের চাপে সড়কটি আরও ভেঙে যাচ্ছে। পুকুরমালিকেরা পুকুরের পাড় বেঁধে দিলে সড়কটি ভাঙত না। ভ্যানচালক তোরাব আলী জানান, সড়কটির অবস্থা খুব খারাপ। ওই সড়ক দিয়ে তাঁরা গাড়ি নিয়ে যাতায়াত করতে পারছেন না। অন্য সড়ক ঘুরে যাতায়াত করতে হচ্ছে। দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানান তিনি।

ওই গ্রামের বাসিন্দা ও ভাঙ্গুড়া বি টি এম কলেজের অধ্যক্ষ বদরুল আলম বিদ্যুৎ জানান, পুকুরের কারণে সড়কটি টিকছে না। সড়কটি ভেঙে যাওয়ায় চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তিনি সড়কটি সংস্কারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আফরোজা আক্তার জানান, একাধিকবার সংস্কার করেও সড়কটির ধস রোধ করা যাচ্ছে না। পুকুরমালিকদের চিঠি দিয়ে সরকারি রাস্তা সংরক্ষণের জন্য পুকুরের পাড় বাঁধতে বলা হলেও তাতে তাঁরা কর্ণপাত করছেন না। 

সড়কে ঝরল খালা-ভাগনের প্রাণ

পাবনায় মাহফিলের পাশে দোকান বসানো নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

চাটমোহরে সমতল জমিতে কমলা চাষে সম্ভাবনা, সফল কৃষক খয়বর

মুক্তিযোদ্ধাদের ‘জয় বাংলা’ স্লোগান, একজনের ছেলেকে মারধর

সংগীতশিল্পী ও আওয়ামী লীগ নেতা প্রলয় চাকী আটক

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালন

পাবিপ্রবি ও জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি

নিজামী-গোলাম আযমকে দেশপ্রেমিক বলায় ছাত্রদল-শিবির হট্টগোল

পাবনায় মদ পানে ২ যুবকের মৃত্যু