হোম > সারা দেশ > পাবনা

সাঁথিয়ায় ২ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২৮ হাজার টাকা চুরি

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি 

পাবনার সাঁথিয়া সরকারি কলেজ ও পার্শ্ববর্তী হলি ক্রিসেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে ২৮ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। 

টাকা চুরি হওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অফিসে ল্যাপটপ, কম্পিউটার অনেক কিছু ছিল, কিন্তু কিছুই নেয়নি। বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’ 

সাঁথিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক বলেন, ‘গতকাল রাতে কলেজের নৈশপ্রহরী আব্দুল জলিল অসুস্থ হওয়ায় বাড়ি চলে যান। বিষয়টি হয়তো বুঝতে পেরে সংঘবদ্ধ চোরেরা অফিসের ওয়াশরুমের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও অফিসরুমের তালা ভেঙে বেশ কয়েকটি আলমারির কাগজপত্র তছনছ করে প্রায় ৭ হাজার টাকা নিয়ে গেছে।’ 

অন্যদিকে একই রাতে পার্শ্ববর্তী হলি ক্রিসেন্ট স্কুল অ্যান্ড কলেজের দরজা ভেঙে অফিসের ভেতরে ঢুকে ২১ হাজার টাকা চোরেরা নিয়ে গেছে বলে জানান এই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য অধ্যাপক জয়নুল আবেদীন রানা।

পাবিপ্রবি ও জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি

নিজামী-গোলাম আযমকে দেশপ্রেমিক বলায় ছাত্রদল-শিবির হট্টগোল

পাবনায় মদ পানে ২ যুবকের মৃত্যু

পাবনায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা শিমুল বিশ্বাসসহ আহত ৪

পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চালু মার্চেই: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

বিশ্ববিদ্যালয়ছাত্র নাফিউল হত্যা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরছে, ধরছে না পুলিশ: অভিযোগ বাবা-মায়ের

আটটি কুকুরছানা হত্যা: সেই নিশি রহমানের জামিন মঞ্জুর

মামলা ষড়যন্ত্রমূলক দাবি করে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

বিস্ফোরক মামলায় আওয়ামী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জেলে

শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষায় বাধা, ইট দিয়ে শিক্ষকের মাথা ফাটালেন যুবদল নেতা