পাবনার সাঁথিয়া সরকারি কলেজ ও পার্শ্ববর্তী হলি ক্রিসেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে ২৮ হাজার টাকা চুরির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
টাকা চুরি হওয়ার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অফিসে ল্যাপটপ, কম্পিউটার অনেক কিছু ছিল, কিন্তু কিছুই নেয়নি। বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’
সাঁথিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক বলেন, ‘গতকাল রাতে কলেজের নৈশপ্রহরী আব্দুল জলিল অসুস্থ হওয়ায় বাড়ি চলে যান। বিষয়টি হয়তো বুঝতে পেরে সংঘবদ্ধ চোরেরা অফিসের ওয়াশরুমের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও অফিসরুমের তালা ভেঙে বেশ কয়েকটি আলমারির কাগজপত্র তছনছ করে প্রায় ৭ হাজার টাকা নিয়ে গেছে।’
অন্যদিকে একই রাতে পার্শ্ববর্তী হলি ক্রিসেন্ট স্কুল অ্যান্ড কলেজের দরজা ভেঙে অফিসের ভেতরে ঢুকে ২১ হাজার টাকা চোরেরা নিয়ে গেছে বলে জানান এই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য অধ্যাপক জয়নুল আবেদীন রানা।