হোম > সারা দেশ > পাবনা

মাইলস্টোন ট্র্যাজেডিতেও বন্ধ হয়নি চাটমোহরে বিএনপির নাচ-গানের অনুষ্ঠান

পাবনা প্রতিনিধি

বিএনপির নাচ-গানের অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় বহু শিশু হতাহতের মধ্যেও বন্ধ হয়নি বিএনপির জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। পাবনার চাটমোহরে বিএনপি নেতারা সোমবার (২১ জুলাই) রাতে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন। ওই অনুষ্ঠানে ঘিরে এখন সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে সমালোচনার ঝড়।

সোমবার (২১ জুলাই) রাতে চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের দীঘলগ্রাম শাহবাড়ী বাজারে স্থানীয় বিএনপির কর্মিসভা উপলক্ষে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নাচ-গানের জন্য আনা হয় শিল্পীদের।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পাবনা-৩ আসনে (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিন বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়ায় কর্মিসভার আয়োজন করে ছাইকোলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গসংগঠন।

কর্মিসভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে চলে নাচ-গান। এর জন্য বাইরে থেকে শিল্পীদের আনা হয়। রাত ৮টায় শুরু হয়ে এই অনুষ্ঠান চলে রাত ৩টা পর্যন্ত। নাচ-গান আর সাউন্ড সিস্টেমের শব্দে পুরো এলাকা ছিল প্রকম্পিত।

স্থানীয় বাসিন্দারা জানান, মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান দুর্ঘটনায় শিশুশিক্ষার্থীদের মৃত্যুতে পুরো দেশে যখন শোকাবহ পরিবেশ বিরাজ করে, ঘোষণা করা হয় রাষ্ট্রীয় শোক; তখন এই সাংস্কৃতিক অনুষ্ঠান মোটেই কাম্য নয়।

ছাইকোলা ইউনিয়ন বিএনপির ১ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি হাসেন মণ্ডলের সভাপতিত্বে বিএনপির কর্মিসভা হয়। এতে অতিথি ছিলেন পাবনা পৌর বিএনপির সাবেক সদস্য ডা. সচিব আহমেদ মোস্তফা নোমান, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মাহমুদুল আলম মাহমুদ এবং ছাইকোলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান আতাউর রহমান তোতা।

সামাজিক যোগাযোগমাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের ভিডিও ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীসহ সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম হৃদয় ফেসবুকে মন্তব্য লিখেছেন, ‘ছাইকোলার এই কর্মকাণ্ডে চাটমোহর লজ্জিত। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আসাদুজ্জামান লেবুর মন্তব্য, আজকের দিনে এমন আয়োজন যারা চালাচ্ছে, তাদের ধিক্কার দিই।’

বিএনপির নাচ-গানের অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

সাইদুল ইসলাম নামের একজন লিখেছেন, ‘এই এলাকার বিবেকবান মানুষগুলো কি মরে গেছে? জনগণের দুঃখ-দুর্দশায় নেতা যদি দুঃখিত না হয়, তাহলে কিসের নেতা।’

জাহাঙ্গীর আলম জাকারিয়া নামের একজনের মন্তব্য, দুঃখজনক। লজ্জিত আমরা ছাইকোলাবাসী। এদের কি বিবেক-বুদ্ধি সব লোপ পেয়েছে। আর এলাকাবাসী কেউ ছিল না প্রতিবাদ করার।

চাটমোহর উপজেলা শ্রমিক দলের সভাপতি মোন্তাজ আহমেদ মন্তব্য করেছেন, ‘এই সকল ধিক্কারজনক কাজ যারা করেছে, তাদের দল থেকে চিরতরে বহিষ্কার করতে হবে। এরা তুহিন ভাইয়ের ব্যানার ব্যবহার করে তুহিন ভাই এবং দলকে প্রশ্নবিদ্ধ করেছে। দুর্দিনে এদেরকে দলের কোনো ব্যানারে পাই নাই।’

কর্মিসভায় বক্তব্য দেন ছাইকোলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আতাউর রহমান তোতা। ছবি: সংগৃহীত

জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপদেষ্টা ও পাবনা-৩ আসনের মনোনয়নপ্রত্যাশী আলহাজ হাসানুল ইসলাম রাজা তাঁর ফেসবুকে লিখেছেন, ‘যখন পুরো বাংলাদেশ শিশুদের মৃত্যুতে শোকে আচ্ছন্ন, তখন একটি রাজনৈতিক কর্মিসভায় এ ধরনের কর্মকাণ্ড গভীরভাবে প্রশ্নবিদ্ধ। এটি শুধু নীতি, নৈতিকতা, মূল্যবোধ ও মানবিকতার সর্বোচ্চ লঙ্ঘনই নয়, বরং এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই জাতির কাছে গ্রহণযোগ্য নয়। এটি মানুষের আস্থা ও সম্মানের সঙ্গে প্রকাশ্য বেইমানি।’

পাবনা-৩ আসনের সাবেক এমপি ও চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সভাপতি কে এম আনোয়ারুল ইসলাম এ বিষয়ে বলেন, ‘দেশের এমন একটি শোকাহত পরিবেশে ছাইকোলায় যেটা হয়েছে, তা ভালো কাজ হয়নি। ভাষায় প্রকাশ করতে পারছি না। এটা নিয়ে আমরা খুবই দুঃখিত এবং লজ্জিত।’

এ বিষয়ে ছাইকোলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান আতাউর রহমান তোতা বলেন, ‘এই অনুষ্ঠানটা আরও আগে করার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে পিছিয়ে সোমবার করা হয়। এখন ওই দিনই যে দেশে এত বড় একটা দুর্ঘটনা ঘটবে কে জানত। তারপরও আমরা প্রথম পর্বের বক্তব্য অনুষ্ঠান শেষ করে নেতৃবৃন্দ সবাই চলে আসি। আসার সময় অনুষ্ঠানের ব্যানার খুলে নিয়ে জুনিয়রদের বলে আসি কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান না করার জন্য। কিন্তু উঠতি বয়সের ছেলেপেলেরা আর মানে নাই।’

আতাউর রহমান তোতা আরও বলেন, ‘আসলে ঘটনা তেমন কিছুই না। কিন্তু পাবনা-৩ আসনে তুহিন ভাইকে মনোনয়ন দেওয়া নিয়ে চাটমোহরে বিএনপির তিনটা গ্রুপ আছে। তারা এটাকে ইস্যু বানিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। এটা তাদের নোংরা রাজনীতি।’

শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচিতে পুলিশের বাধা, পাল্টাপাল্টি ধাওয়ায় আহত ৩২

ঈশ্বরদীতে ৮ দফা দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, সড়ক অবরোধ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রূপপুর প্রকল্পের দুই শ্রমিকের

পাবনা-৩: স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ারুলের

সড়কে ঝরল খালা-ভাগনের প্রাণ

পাবনায় মাহফিলের পাশে দোকান বসানো নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

চাটমোহরে সমতল জমিতে কমলা চাষে সম্ভাবনা, সফল কৃষক খয়বর

মুক্তিযোদ্ধাদের ‘জয় বাংলা’ স্লোগান, একজনের ছেলেকে মারধর

সংগীতশিল্পী ও আওয়ামী লীগ নেতা প্রলয় চাকী আটক