হোম > সারা দেশ > পাবনা

ভাঙ্গুড়ায় ট্রাকের ধাক্কায় কলেজছাত্রের মৃত্যু

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে নাইম হোসেন (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে টেবুনিয়া-বাঘাবাড়ী আঞ্চলিক মহাসড়কের উপজেলার মল্লিকচক প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেলের চালক ও নিহত নাইমের বন্ধু শিশির সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে জানা গেছে।

নিহত নাইম উপজেলার ভবানীপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে এবং রাজশাহী বঙ্গবন্ধু কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। 

স্থানীয় এলাকাবাসী ও থানার পুলিশ বলছে, নাইম ও শিশির দুই বন্ধু মোটরসাইকেলে করে চাটমোহরে যাচ্ছিলেন। পথে উপজেলার মল্লিকচক প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে সামনের দিক থেকে আসা দ্রুতগতির ট্রাক তাঁদের ধাক্কা দেয়। এতে নাইম সড়কের ওপর পড়ে গেলে ট্রাকটি তাঁর পায়ের ওপর উঠে যায়। এতে সে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়সাল বিন আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ 

পাবনায় কারাগারে থাকা আ.লীগ নেতার মৃত্যু

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিরাপদ এলাকা গড়ব সবাইকে সঙ্গে নিয়ে

পাবনা-৫: ১৭ মামলার আসামি শিমুল, ইকবালের মাথায় ১

চাটমোহরে স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত নার্সকে ছুরিকাঘাতের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

কথা পরিষ্কার—নিরীহ মানুষকে গ্রেপ্তার করা যাবে না: হাবিব

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে ঈশ্বরদী

পাবনার সাঁথিয়া: উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগার

আবু সাইয়িদের পক্ষে মনোনয়নপত্র বাছাইয়ে গিয়ে গ্রেপ্তার ২ আ.লীগ নেতা

পিটিয়ে হত্যা করা আইনজীবী নাঈম উবারে গাড়ি চালাতেন—জানালেন সহকর্মীরা