হোম > সারা দেশ > পাবনা

পাবনায় আ.লীগের দুপক্ষের সংঘর্ষ: আহত আরও ১ জনের মৃত্যু

পাবনা প্রতিনিধি

পাবনা সুজানগরে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে আহত মোজাহার বিশ্বাস (৫৪) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানী একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

মোজাহার বিশ্বাস সুজানগর উপজেলার আমিনপুর থানার রাণীনগর ইউনিয়নের দক্ষিণ রাণীনগর গ্রামের মৃত আছির উদ্দিন বিশ্বাসের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাবের অনুসারী বলে জানা গেছে। 

পাবনার সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মোজাহার বিশ্বাস চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা গেছেন। ঢাকাতেই তাঁর ময়নাতদন্ত হবে।’ 

মরদেহ আসার পর এবং থানায় লিখিত অভিযোগের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার পরপরই এলাকার অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। 

এর আগে ঘটনার দিন (২১ জুন) উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব ও সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীনের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আলামিন মিয়া (৩৫) নামে একজন নিহত হন। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ২১ জুন রাণীনগর এলাকায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব ও সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আলামিন মিয়া (৩৫) নামে শাহীন গ্রুপের একজন নিহত হন।

এ ঘটনায় জেরে এলাকার বেশ কিছু বাড়িতে হামলা ও লুটপাট চালানো হয়। হামলায় মোজাহার বিশ্বাসসহ আরও কয়েকজন আহত হন। মোজাহার বিশ্বাসের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয়। ছয় দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ তিনি মারা যান। 

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাব আজকের পত্রিকাকে বলেন, ‘আগে যে মারা গেছে সেও আমার কর্মী, এখন যে মারা গেছেন সেও আমার কর্মী। আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই। পাশাপাশি যারা বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে তাদের কঠোর শাস্তি চাই, যেন এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।’ 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিন বলেন, ‘যেদিন যুবলীগ নেতা আল আমিন হত্যা হয়, ঘটনার পরপরই সেদিন নিহতদের লোকজন সেই মোজাই বিশ্বাসের অবস্থান জানতে পেরে তাকে মারধর করে। সেই মারামারিতে মোজাই বিশ্বাস আহত হয়।’ 

তিনি বলেন, ‘হত্যাকাণ্ডে যে–ই জড়িত থাক, তার বিচার হওয়া উচিত। এখানে আমার লোক, অমুকের লোক বলে কোনো কথা নেই। ঘটনা তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হোক।’

দখল-দূষণে বিলীন আত্রাই: নদ ভরাট করে ক্লিনিক মার্কেট ভবন

শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচিতে পুলিশের বাধা, পাল্টাপাল্টি ধাওয়ায় আহত ৩২

ঈশ্বরদীতে ৮ দফা দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, সড়ক অবরোধ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রূপপুর প্রকল্পের দুই শ্রমিকের

পাবনা-৩: স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ারুলের

সড়কে ঝরল খালা-ভাগনের প্রাণ

পাবনায় মাহফিলের পাশে দোকান বসানো নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

চাটমোহরে সমতল জমিতে কমলা চাষে সম্ভাবনা, সফল কৃষক খয়বর

মুক্তিযোদ্ধাদের ‘জয় বাংলা’ স্লোগান, একজনের ছেলেকে মারধর