হোম > সারা দেশ > পাবনা

সাবেক ভূমিমন্ত্রীর মেয়ে আ.লীগ নেত্রী পিয়া গ্রেপ্তার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি 

গ্রেপ্তার পিয়া শরীফ। ছবি: সংগৃহীত

পাবনা জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও সাবেক ভূমিমন্ত্রী শামসুর আহমেদ শরীফ ডিলুর মেয়ে মাহজেবীন শিরিন পিয়া শরীফকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার ভোরে ঈশ্বরদী শহরের হাসপাতাল সড়ক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

ওসি জানান জানান, আওয়ামী লীগ নেত্রী ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান পিয়ার বিরুদ্ধে গেল বছর বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রজনতার ওপর হামলার মামলা রয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে ঈশ্বরদী থানা থেকে পাবনা আদালতে পাঠানো হচ্ছে।

পুলিশ জানায়, মাহজেবীন শিরিন পিয়া গাঁ ঢাকা দিয়েছিলেন। তবে মাঝেমধ্যেই তিনি ঈশ্বরদীতে আসতেন। আজ ভোরে ঈশ্বরদীতে অবস্থান করছেন জেনে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

পিয়া শরীফ এর আগে পাবনা জেলা পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন। এ ছাড়া আওয়ামী লীগ আমলে পাবনা-৪ আসনে সংসদ সদস্য প্রার্থিতার জন্য দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তিনি ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর স্ত্রী।

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিরাপদ এলাকা গড়ব সবাইকে সঙ্গে নিয়ে

পাবনা-৫: ১৭ মামলার আসামি শিমুল, ইকবালের মাথায় ১

চাটমোহরে স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত নার্সকে ছুরিকাঘাতের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

কথা পরিষ্কার—নিরীহ মানুষকে গ্রেপ্তার করা যাবে না: হাবিব

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে ঈশ্বরদী

পাবনার সাঁথিয়া: উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগার

আবু সাইয়িদের পক্ষে মনোনয়নপত্র বাছাইয়ে গিয়ে গ্রেপ্তার ২ আ.লীগ নেতা

পিটিয়ে হত্যা করা আইনজীবী নাঈম উবারে গাড়ি চালাতেন—জানালেন সহকর্মীরা

দখল-দূষণে বিলীন আত্রাই: নদ ভরাট করে ক্লিনিক মার্কেট ভবন