হোম > সারা দেশ > পাবনা

অত্যাধুনিক মেশিনে শতভাগ ত্রুটিমুক্ত ভোট গ্রহণ সম্ভব: সিইসি

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

বাংলাদেশে আনা এই অত্যাধুনিক মেশিনে শতভাগ ত্রুটিমুক্ত ভোট গ্রহণ সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আজ রোববার পাবনার ঈশ্বরদীতে ‘নির্বাচনে আধুনিক প্রযুক্তি ব্যবহার, চ্যালেঞ্জসমূহ এবং উত্তরণের উপায়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। 

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘যাঁরা ইভিএম নিয়ে প্রশ্ন তুলছেন, তাঁরা এই মেশিন পরীক্ষা করে দেখতে পারেন। বাংলাদেশে আনা এই অত্যাধুনিক মেশিনে শতভাগ ত্রুটিমুক্ত ভোট গ্রহণ সম্ভব। তবে ইভিএমের বিষয়ে কারও কারও আস্থার সংকট রয়েছে।’

সিইসি আরও বলেন, ‘রাজনৈতিক নেতৃত্বের মধ্যে বোঝাপড়ায় যদি গ্যাপ থাকে, তাহলে আপনারা আলোচনার মাধ্যমে সেটাকে সমাধান করে নিয়ে নির্বাচনে আসেন। নির্বাচনে যদি কেন্দ্রে কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা না থাকে, তাহলে নির্বাচন হয়তো অংশগ্রহণমূলক হবে না।’ 

নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা বলে এসেছি অংশগ্রহণমূলক, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের কথা। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। কিন্তু সকল বিষয় আমাদের নিয়ন্ত্রণে নয়, কিছু কিছু দায়িত্ব রাজনৈতিক নেতৃত্বের। অনুকূল পরিবেশ হলে নির্বাচনটা স্বস্তিদায়ক ও সহজভাবে আয়োজন করতে পারি। বড় রাজনৈতিক দলগুলো যাতে নির্বাচনে অংশগ্রহণ করে এবং ভোটের আগে তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়, আমরা নির্বাচনে অংশগ্রহণ করব। এই আবেদন আমার পক্ষ থেকে করেছি।’ 

এর আগে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচন ছাড়া কখনো গণতন্ত্র হয় না, নির্বাচনই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করে। রাজতন্ত্রকে কখনো গণতন্ত্রের ঊর্ধ্বে স্থান দিতে পারি না। এই গণতন্ত্রকে যদি সত্যিকার অর্থে চর্চা করতে হয়, তাহলে সদিচ্ছা লাগবে, রাজনৈতিক নেতৃত্বের মধ্যেও সেটা ধারণ করার বিষয় আছে।’ 

সিইসি হাবিবুল আউয়াল বলেন, ‘আমরা নির্বাচন করব সংবিধান অনুযায়ী। একইভাবে আমাদের প্রত্যাশা থাকবে প্রধানতম রাজনৈতিক দলগুলো যেন অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করে।’ 

কর্মশালায় নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব ও প্রকল্প কর্মকর্তা অশোক কুমার দেবনাথ বলেন, ‘আমরা সেদিনের অপেক্ষায় আছি, যেদিন ভোটারদের ভোটকেন্দ্রে যেতে হবে না, বাড়িতে বসে ই-পদ্ধতিতে ভোটাররা ভোট দেবেন।’ 

রাজশাহী রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক মো. আব্দুল বাতেন বলেন, ‘নির্বাচন ছাড়া সরকার পরিবর্তন সম্ভব নয়। নির্বাচনে আমাদের প্রতি যে দায়িত্ব অর্পণ করা হয়, তা আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে পালন করে থাকি।’ 

পাবনা জেলা প্রশাসক রাসেল বিশ্বাস হোসেন বলেন, ‘ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবস্থা ঝুঁকি কমিয়ে দিয়েছে।’ 

বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (বিএসআরআই) মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, রাজশাহী রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. আব্দুল বাতেন, পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন ও পুলিশ সুপার আকবর আলী মুন্সী। 

স্বাগত বক্তব্য দেন রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা পিএম ইমরুল কায়েস এ সময় উপস্থিত ছিলেন।

প্রধান নির্বাচন কমিশনার কর্মশালায় যোগ দিতে শনিবার রাতেই সড়কপথে ঈশ্বরদীর পাকশীতে এসে রাত যাপন করেন। গতকাল সকাল ১০টার পর তিনি ঈশ্বরদীতে কর্মশালায় এসে যোগ দেন। এ সময় নির্বাচন কমিশনের কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান। কর্মশালায় রাজশাহী বিভাগের ৮ জেলার ৩০ জন নির্বাচন কর্মকর্তাসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

দখল-দূষণে বিলীন আত্রাই: নদ ভরাট করে ক্লিনিক মার্কেট ভবন

শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচিতে পুলিশের বাধা, পাল্টাপাল্টি ধাওয়ায় আহত ৩২

ঈশ্বরদীতে ৮ দফা দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, সড়ক অবরোধ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রূপপুর প্রকল্পের দুই শ্রমিকের

পাবনা-৩: স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ারুলের

সড়কে ঝরল খালা-ভাগনের প্রাণ

পাবনায় মাহফিলের পাশে দোকান বসানো নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

চাটমোহরে সমতল জমিতে কমলা চাষে সম্ভাবনা, সফল কৃষক খয়বর

মুক্তিযোদ্ধাদের ‘জয় বাংলা’ স্লোগান, একজনের ছেলেকে মারধর