হোম > সারা দেশ > পাবনা

ভেজাল দুধ তৈরি: প্রাণ কোম্পানির এজেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা

ভাঙ্গুরা (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুরায় ভেজাল দুধ তৈরির দায়ে প্রাণ কোম্পানির এক এজেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার সকালে উপজেলার ভবানীপুর পশ্চিমপাড়ার প্রাণ দুগ্ধ সংগ্রহ ও শীতলীকরণ কেন্দ্রের এজেন্ট (আপন এন্টারপ্রাইজ) মাসুদ রানাকে এই জরিমানা করা হয়।

ভাঙ্গুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান এই আদালত পরিচালনা করেন। এ সময় সেখান থেকে দুধে মেশানোর জন্য রাখা দেড় বস্তা কস্টিক সোডা ও ১৯ বস্তা চিনি উদ্ধার করা হয়।

আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশরাফুল ইসলাম, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নুরুল ইসলাম ও ভাঙ্গুরা থানার উপপরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, উপজেলার ভবানীপুর প্রাণ দুগ্ধ সংগ্রহ ও শীতলীকরণ কেন্দ্রে মানবদেহের জন্য ক্ষতিকর কস্টিক সোডা, চিনি, লবণ ও সয়াবিন তেল ব্যবহার করে ভেজাল দুধ তৈরি করে তা প্রাণ কোম্পানিতে সরবরাহ করা হচ্ছিল। এমন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে এর সত্যতা পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৩ ধারা মোতাবেক অভিযুক্ত এজেন্ট মাসুদ রানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

নিরাপদ এলাকা গড়ব সবাইকে সঙ্গে নিয়ে

পাবনা-৫: ১৭ মামলার আসামি শিমুল, ইকবালের মাথায় ১

চাটমোহরে স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত নার্সকে ছুরিকাঘাতের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

কথা পরিষ্কার—নিরীহ মানুষকে গ্রেপ্তার করা যাবে না: হাবিব

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে ঈশ্বরদী

পাবনার সাঁথিয়া: উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগার

আবু সাইয়িদের পক্ষে মনোনয়নপত্র বাছাইয়ে গিয়ে গ্রেপ্তার ২ আ.লীগ নেতা

পিটিয়ে হত্যা করা আইনজীবী নাঈম উবারে গাড়ি চালাতেন—জানালেন সহকর্মীরা

দখল-দূষণে বিলীন আত্রাই: নদ ভরাট করে ক্লিনিক মার্কেট ভবন

শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচিতে পুলিশের বাধা, পাল্টাপাল্টি ধাওয়ায় আহত ৩২