হোম > সারা দেশ > পাবনা

সাঁথিয়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

পাবনার সাঁথিয়া উপজেলার পাগলা গ্রামের শাকিল হোসেনের স্ত্রী খাদিজাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ছবি: আজকের পত্রিকা

পাবনার সাঁথিয়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। নিহত গৃহবধূ উপজেলার পাগলা গ্রামের শাকিল হোসেনের স্ত্রী খাদিজা (২৩)। তিনি আত্রাইশুকা গ্রামের সাইদুল ইসলামের মেয়ে।

জানা যায়, শুক্রবার (৯ মে) বিকেলে এলাকাবাসী ওই বাড়ির সব ঘর তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। পরে খাদিজার ঘর থেকে তাঁরা তাঁর মরদেহ উদ্ধার করেন। এ সময় স্বামী শাকিল ও তাঁর পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না।

নিহত খাদিজার ভাই রকি হোসেন বলেন, ‘বিয়ের পর থেকেই আমার বোনকে তার শ্বশুরবাড়ির পরিবারের সদস্যরা শারীরিক নির্যাতন করে আসছিল। শুক্রবার সকালে আমার বোনের স্বামী শাকিল খাদিজাকে মারপিট করে। পরে পরিবারের অন্য সদস্যরা তাকে মারপিট করলে খাদিজা মারা যায়। তার শরীরে মারপিটের চিহ্ন রয়েছে। আমরা এর বিচার চাই।’ তিনি জানান, প্রায় ১ বছর আগে পাগলা গ্রামের আবুল কালামের ছেলে শাকিলের সঙ্গে খাদিজার বিয়ে হয়।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চাটমোহরে স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত নার্সকে ছুরিকাঘাতের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

কথা পরিষ্কার—নিরীহ মানুষকে গ্রেপ্তার করা যাবে না: হাবিব

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে ঈশ্বরদী

পাবনার সাঁথিয়া: উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগার

আবু সাইয়িদের পক্ষে মনোনয়নপত্র বাছাইয়ে গিয়ে গ্রেপ্তার ২ আ.লীগ নেতা

পিটিয়ে হত্যা করা আইনজীবী নাঈম উবারে গাড়ি চালাতেন—জানালেন সহকর্মীরা

দখল-দূষণে বিলীন আত্রাই: নদ ভরাট করে ক্লিনিক মার্কেট ভবন

শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচিতে পুলিশের বাধা, পাল্টাপাল্টি ধাওয়ায় আহত ৩২

ঈশ্বরদীতে ৮ দফা দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, সড়ক অবরোধ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রূপপুর প্রকল্পের দুই শ্রমিকের