পাবনার সাঁথিয়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। নিহত গৃহবধূ উপজেলার পাগলা গ্রামের শাকিল হোসেনের স্ত্রী খাদিজা (২৩)। তিনি আত্রাইশুকা গ্রামের সাইদুল ইসলামের মেয়ে।
জানা যায়, শুক্রবার (৯ মে) বিকেলে এলাকাবাসী ওই বাড়ির সব ঘর তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। পরে খাদিজার ঘর থেকে তাঁরা তাঁর মরদেহ উদ্ধার করেন। এ সময় স্বামী শাকিল ও তাঁর পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না।
নিহত খাদিজার ভাই রকি হোসেন বলেন, ‘বিয়ের পর থেকেই আমার বোনকে তার শ্বশুরবাড়ির পরিবারের সদস্যরা শারীরিক নির্যাতন করে আসছিল। শুক্রবার সকালে আমার বোনের স্বামী শাকিল খাদিজাকে মারপিট করে। পরে পরিবারের অন্য সদস্যরা তাকে মারপিট করলে খাদিজা মারা যায়। তার শরীরে মারপিটের চিহ্ন রয়েছে। আমরা এর বিচার চাই।’ তিনি জানান, প্রায় ১ বছর আগে পাগলা গ্রামের আবুল কালামের ছেলে শাকিলের সঙ্গে খাদিজার বিয়ে হয়।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।