হোম > সারা দেশ > পাবনা

পাবনায় আওয়ামী লীগ নেতাকে তুলে নিয়ে মারধর

প্রতিনিধি, পাবনা

আজ রোববার দুপুরে পাবনা শহরের অনন্ত বাজার এলাকায় এই ঘটনা ঘটে। তাঁকে গুরুতর অবস্থায় উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পরিবারের অভিযোগ, রশিদ মোল্লা চিকিৎসকের কাছে যেতে সুজানগর থেকে সিএনজি অটোরিকশা যোগে দুপুরে পাবনার উদ্দেশে রওনা দেন। পাবনা শহরের অনন্ত বাজার পৌঁছালে একদল সন্ত্রাসীরা তাঁকে বহনকারী অটোরিকশার গতিরোধ করে। এরপর রশিদ মোল্লাকে নামিয়ে নিয়ে যায়। ঘটনাটি পুলিশকে জানায় স্বজনরা।

আহত রশিদ মোল্লা বলেন, সন্ত্রাসীরা তাঁকে রড ও জিআই পাইপ দিয়ে বেধড়ক মারপিট করে শহরের বাইপাস এলাকায় ফেলে পালিয়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে রশিদ মোল্লাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, আমরা এ ধরনের একটি খবর পেয়ে তাৎক্ষণিক শহরের বিভিন্ন স্থানে তল্লাশি ও ওই আওয়ামী লীগ নেতাকে উদ্ধারের চেষ্টা চালাই। পরে শুনতে পাই তাঁকে শহরের বাইপাসে সন্ত্রাসীরা ফেলে রেখে গেছে। তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। তাঁর সঙ্গে কথা বলে কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা জানার চেষ্টা করা হচ্ছে।

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিরাপদ এলাকা গড়ব সবাইকে সঙ্গে নিয়ে

পাবনা-৫: ১৭ মামলার আসামি শিমুল, ইকবালের মাথায় ১

চাটমোহরে স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত নার্সকে ছুরিকাঘাতের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

কথা পরিষ্কার—নিরীহ মানুষকে গ্রেপ্তার করা যাবে না: হাবিব

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে ঈশ্বরদী

পাবনার সাঁথিয়া: উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগার

আবু সাইয়িদের পক্ষে মনোনয়নপত্র বাছাইয়ে গিয়ে গ্রেপ্তার ২ আ.লীগ নেতা

পিটিয়ে হত্যা করা আইনজীবী নাঈম উবারে গাড়ি চালাতেন—জানালেন সহকর্মীরা

দখল-দূষণে বিলীন আত্রাই: নদ ভরাট করে ক্লিনিক মার্কেট ভবন