ক্যানসারে আক্রান্ত পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বালুদিয়া গ্রামের শিশু ইয়াফির চিকিৎসার জন্য রাষ্ট্রপতি এক লাখ টাকার অনুদান দিয়েছেন। আজ সোমবার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী অনুদানের চেকটি পরিবারের কাছে হস্তান্তর করেন।
পরিবারের পক্ষে ইয়াফির মা শিফা খাতুন চেকটি গ্রহণ করেন। এ সময় পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এ বি এম ফজলুর রহমান, যমুনা টেলিভিশনের পাবনা প্রতিনিধি কলিট তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুদানের চেক গ্রহণ করে ইয়াফির মা শিফা খাতুন রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর সন্তানের চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
উল্লেখ্য, পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বালুদিয়া গ্রামের ময়ান আলী ও শিফা খাতুন দম্পতির সন্তান ইয়াফি। এক ছেলে ও এক মেয়ের মধ্য ছোট সন্তান ইয়াফি।
চলতি বছরের শুরুর দিকে হঠাৎ অসুস্থ হলে পরীক্ষা শেষে ইয়াফির ব্রেন টিউমার ধরা পরে। দিনমজুর বাবা ময়ান আলী ধারদেনা করে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিন দফা ব্রেন টিউমার অপারেশন করান।
অপারেশনের কয়েক দিন পর তার মাথায় ক্যানসার ধরা পরে। বর্তমানে শিশুটির চিকিৎসার জন্য ৫ থেকে ৬ লাখ টাকার প্রয়োজন। যা তার দরিদ্র বাবা-মায়ের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। ২৫ জুন শিশু ইয়াফির বিষয়টি জানতে পারেন রাষ্ট্রপতি। এরপর তিনি তাঁর ঐচ্ছিক তহবিল থেকে এক লাখ টাকার অনুদান দেন।