হোম > সারা দেশ > পাবনা

পাবনায় মাসব্যাপী একুশে বইমেলা শুরু

পাবনা প্রতিনিধি

পাবনায় শুরু হলো মাসব্যাপী একুশে বইমেলা। গতকাল শনিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে শহরের স্বাধীনতা চত্বরে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে মেলার উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ্ আজম। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। মেলায় অর্ধশতাধিক স্টল বসেছে। এ ছাড়া মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভার পাশাপাশি থাকবে নতুন বইয়ের প্রকাশনা উৎসব।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা অমর একুশে বইমেলা উদ্‌যাপন পরিষদের সভাপতি কমরেড জাকির হোসেন। প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। আরও উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত কৃষিবিদ জান্নাতুল ফেরদৌস, পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা লায়ন বেবী ইসলাম, একুশে বইমেলা উদ্‌যাপন পরিষদের সহসভাপতি সুলতান আহম্মেদ বুড়ো প্রমুখ।

উদ্বোধনের আগে অনুষ্ঠানের শুরুতেই মহান ভাষাশহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে জাতীয় ও দলগত সংগীত পরিবেশন করেন স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পাবনা অমর একুশে বইমেলার উদ্‌যাপন পরিষদের সভাপতি কমরেড জাকির হোসেন।

সড়কে ঝরল খালা-ভাগনের প্রাণ

পাবনায় মাহফিলের পাশে দোকান বসানো নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

চাটমোহরে সমতল জমিতে কমলা চাষে সম্ভাবনা, সফল কৃষক খয়বর

মুক্তিযোদ্ধাদের ‘জয় বাংলা’ স্লোগান, একজনের ছেলেকে মারধর

সংগীতশিল্পী ও আওয়ামী লীগ নেতা প্রলয় চাকী আটক

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালন

পাবিপ্রবি ও জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি

নিজামী-গোলাম আযমকে দেশপ্রেমিক বলায় ছাত্রদল-শিবির হট্টগোল

পাবনায় মদ পানে ২ যুবকের মৃত্যু