হোম > সারা দেশ > পাবনা

করোনায় পাবিপ্রবির সহকারী মুখ্য চিকিৎসা কর্মকর্তার মৃত্যু

প্রতিনিধি, পাবনা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সরকারি মুখ্য চিকিৎসা কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম রতন (৪৬) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। সর্বশেষ গতকাল সোমবার তাঁর করোনা শনাক্তের ফল পজিটিভ আসে।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপপরিচালক ফারুক হোসেন চৌধুরী তথ্যটি নিশ্চিত করেছেন।

পাবিপ্রবির জ্যেষ্ঠ চিকিৎসা কর্মকর্তা সিনিয়র চিকিৎসক রফিকুল ইসলাম জানান, শহিদুল ইসলাম রতন গত কয়েক দিন আগে নিজের ফেসবুকে স্ট্যাটাস দেন পরিবারসহ তিনি করোনায় আক্রান্ত।

এরপর আমরা তাঁর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, বাসাতেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন।

আজ মঙ্গলবার শ্বাসকষ্টসহ বেশ কিছু উপসর্গে শরীরের অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজে নেওয়ার পথে তিনি মারা যান।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম রোস্তম আলী বলেন, শহিদুল ইসলাম আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন অভিজ্ঞ চিকিৎসক ছিলেন। বেশ কয়েক সপ্তাহ ধরে করোনাসহ ডায়াবেটিক ও হার্ট সমস্যায় ভুগছিলেন। তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় একজন অভিজ্ঞ চিকিৎসক হারাল। এই ক্ষতি পূরণের নয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে ২০১৩ সালের ৩০ অক্টোবর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জ্যেষ্ঠ চিকিৎসা কর্মকর্তা পদে যোগ দেন ডা. শহিদুল ইসলাম রতন।

দখল-দূষণে বিলীন আত্রাই: নদ ভরাট করে ক্লিনিক মার্কেট ভবন

শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচিতে পুলিশের বাধা, পাল্টাপাল্টি ধাওয়ায় আহত ৩২

ঈশ্বরদীতে ৮ দফা দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, সড়ক অবরোধ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রূপপুর প্রকল্পের দুই শ্রমিকের

পাবনা-৩: স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ারুলের

সড়কে ঝরল খালা-ভাগনের প্রাণ

পাবনায় মাহফিলের পাশে দোকান বসানো নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

চাটমোহরে সমতল জমিতে কমলা চাষে সম্ভাবনা, সফল কৃষক খয়বর

মুক্তিযোদ্ধাদের ‘জয় বাংলা’ স্লোগান, একজনের ছেলেকে মারধর