হোম > সারা দেশ > পাবনা

ঈশ্বরদীতে লিচু কিনতে গিয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় মা-মেয়েসহ নিহত ৩

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

সড়ক দুর্ঘটনায় স্ত্রী ও শিশু কন্যাকে হারিয়ে মফিজুল ইসলামের আহাজারি। ছবিটি ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তোলা। ছবি: আজকের পত্রিকা

পাবনার ঈশ্বরদীতে লিচু কিনতে গিয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় মা ও শিশুকন্যাসহ তিনজন নিহত হয়েছে। বুধবার (১১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ছলিমপুর ইউনিয়নের মুন্নার মোড়ে লালনশাহ সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নাটোর সদর উপজেলার অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মফিজুল ইসলামের স্ত্রী সুবর্ণা খাতুন (২৫), মেয়ে পূর্ণতা (২) এবং ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের মিরকামারী মুন্নার মোড় এলাকার আনিছুর রহমান। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পাকশী হাইওয়ে থানার পরিদর্শক মুশফিকুর রহমান জানান, মফিজুল ইসলাম স্ত্রী ও শিশুকন্যাকে নিয়ে মোটরসাইকেলে কুষ্টিয়া থেকে নিজ বাড়ি নাটোরে ফিরছিলেন। পথে মুন্নার মোড় এলাকায় লিচু কেনার জন্য মোটরসাইকেল থামিয়ে স্ত্রী ও মেয়েকে নিয়ে সড়কের পাশে দাঁড়ান। এ সময় হঠাৎ পেছন দিক থেকে আসা দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান তাঁর স্ত্রী, মেয়ে এবং লিচু বিক্রেতাকে ধাক্কা দিলে তাঁরা গুরুতর আহত হন। তাঁরা কাভার্ড ভ্যানের ধাক্কায় সড়কের ওপর লুটিয়ে পড়েন। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

মুশফিকুর রহমান আরও জানান, দুর্ঘটনার তদন্ত চলছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

পাবিপ্রবি ও জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি

নিজামী-গোলাম আযমকে দেশপ্রেমিক বলায় ছাত্রদল-শিবির হট্টগোল

পাবনায় মদ পানে ২ যুবকের মৃত্যু

পাবনায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা শিমুল বিশ্বাসসহ আহত ৪

পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চালু মার্চেই: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

বিশ্ববিদ্যালয়ছাত্র নাফিউল হত্যা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরছে, ধরছে না পুলিশ: অভিযোগ বাবা-মায়ের

আটটি কুকুরছানা হত্যা: সেই নিশি রহমানের জামিন মঞ্জুর

মামলা ষড়যন্ত্রমূলক দাবি করে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

বিস্ফোরক মামলায় আওয়ামী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জেলে

শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষায় বাধা, ইট দিয়ে শিক্ষকের মাথা ফাটালেন যুবদল নেতা