হোম > সারা দেশ > পাবনা

জমি দখলের চেষ্টার অভিযোগে যুবলীগ নেতা রনি গ্রেপ্তার, সংগঠন থেকে অব্যাহতি

পাবনা প্রতিনিধি

পাবনা জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সাকিরুল ইসলাম রনিকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। পাবনা শহরে জমি দখলের চেষ্টা ও সাইনবোর্ড ভাঙচুরের ঘটনায় করা মামলায় আজ মঙ্গলবার বিকেলে শহরের শালগাড়িয়া এলাকায় পুলিশ ফাঁড়ির সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

রনির বাড়ি শালগাড়িয়া মহল্লার বি কে সাহা রোড এলাকায়। আজ রাতেই যুবলীগ থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা আজকের পত্রিকাকে বলেন, ‘শহরের শালগাড়িয়া বি কে সাহা রোডের একটি জমি দখলের চেষ্টা ও সাইনবোর্ড ভাঙচুরসহ হুমকি-ধমকির অভিযোগে মামলা হয়েছে। সেই মামলার পরিপ্রেক্ষিতে তাঁকে আজ মঙ্গলবার বিকেলে সদর পুলিশ ফাঁড়ির সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে।’ 

মামলার এজাহারে উল্লেখ আছে, বি কে সাহা রোডের ১৪ কাঠা জমির মালিক ছাবেরা সুলতানা দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করছেন। জমিটি দেখাশোনা করেন তাঁর ভাগনে সোহেল আহমেদ। মালিক বিদেশে অবস্থান করায় বিভিন্ন সময়ে রনি জমিটি দখলের নানা চেষ্টা করে ব্যর্থ হন। সর্বশেষ গত ৯ জানুয়ারি ভাগনে সোহেল জমির মালিক ও ওয়ারিশদের নাম উল্লেখ করে সাইনবোর্ড ঝুলিয়ে দেন। এতে আরও ক্ষিপ্ত হন রনি। আজ সকালে কয়েকজন সন্ত্রাসী নিয়ে সাইনবোর্ডটি ভাঙচুর করে জমি দখলের চেষ্টা করেন। এ সময় সোহেল এসে বাধা দিলে তাঁকে প্রাণনাশের হুমকি দেন। পরে সোহেল পাবনা সদর থানায় মামলা করেন।

এদিকে জমি দখলের চেষ্টা ও সাইনবোর্ড ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার রনিকে যুবলীগ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। আজ রাতে যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, রনির বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্র পরিপন্থি কার্যকলাপের সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন ও বিনষ্ট হয়েছে। এ ছাড়া এর আগে তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সেসব বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হয়েছেন। ফলে তাঁকে দলের কার্যকলাপ থেকে অব্যাহতি দেওয়া হলো।

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে ঈশ্বরদী

পাবনার সাঁথিয়া: উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগার

আবু সাইয়িদের পক্ষে মনোনয়নপত্র বাছাইয়ে গিয়ে গ্রেপ্তার ২ আ.লীগ নেতা

পিটিয়ে হত্যা করা আইনজীবী নাঈম উবারে গাড়ি চালাতেন—জানালেন সহকর্মীরা

দখল-দূষণে বিলীন আত্রাই: নদ ভরাট করে ক্লিনিক মার্কেট ভবন

শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচিতে পুলিশের বাধা, পাল্টাপাল্টি ধাওয়ায় আহত ৩২

ঈশ্বরদীতে ৮ দফা দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, সড়ক অবরোধ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রূপপুর প্রকল্পের দুই শ্রমিকের

পাবনা-৩: স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ারুলের

সড়কে ঝরল খালা-ভাগনের প্রাণ