হোম > সারা দেশ > পাবনা

৬ বছর জেল খেটে এসে হত্যার শিকার যুবক

বেড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার বেড়া উপজেলায় এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে বেড়া মডেল থানার পুলিশ। নিহত ওই যুবকের নাম ইমরান (২১)। তিনি শিশু হত্যা মামলার প্রধান আসামি হিসেবে ছয় বছর সাজা খেটে সম্প্রতি ছাড়া পেয়েছেন বলে জানা গেছে। আজ রোববার সকালে পৌরসভার আলহেরা নগর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত ইমরান বর্তমান সাঁথিয়া উপজেলার করমজা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। তাঁরা আগে সপরিবারে পৌর এলাকার সান্ড্যালপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। 

পুলিশ বলছে, পৌর এলাকার আলহেরা নগরীতে এক যুবকের মরদেহ পড়ে আছে এমন সংবাদ পেয়ে সকালে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, রাতে কোনো এক সময় দুষ্কৃতকারীরা ওই স্থানে নিয়ে তাঁকে ছুরিকাঘাতে ও কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়। পরে তাঁর পকেটে থাকা মোবাইল ফোনের সূত্র ধরে পরিচয় নিশ্চত করা হয়। 

এলাকাবাসী বলছে, ইমরান কয়েক বছর আগে সান্ড্যালপাড়া মহল্লার আরাফাত নামের শিশু হত্যার (কিশোর অপরাধী) প্রধান আসামি হিসেবে ছয় বছর সাজা ভোগ করে সম্প্রতি মুক্তি পেয়েছেন। সে সময় তাঁর পরিবার সান্ড্যালপাড়া মহল্লার বসতি ত্যাগ করে পার্শ্ববর্তী করমজা গ্রামে গিয়ে বসতি স্থাপন করেন। 

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, ‘নিহত ইমরান একজন কিশোর অপরাধী শুনেছি। মরদেহ উদ্ধার করে সুরতহাল তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত থাকবে।’ 

দখল-দূষণে বিলীন আত্রাই: নদ ভরাট করে ক্লিনিক মার্কেট ভবন

শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচিতে পুলিশের বাধা, পাল্টাপাল্টি ধাওয়ায় আহত ৩২

ঈশ্বরদীতে ৮ দফা দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, সড়ক অবরোধ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রূপপুর প্রকল্পের দুই শ্রমিকের

পাবনা-৩: স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ারুলের

সড়কে ঝরল খালা-ভাগনের প্রাণ

পাবনায় মাহফিলের পাশে দোকান বসানো নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

চাটমোহরে সমতল জমিতে কমলা চাষে সম্ভাবনা, সফল কৃষক খয়বর

মুক্তিযোদ্ধাদের ‘জয় বাংলা’ স্লোগান, একজনের ছেলেকে মারধর