হোম > সারা দেশ > পাবনা

পাবনায় ছুরিকাহত যুবকের মৃত্যু, অভিযুক্ত আটক

পাবনা প্রতিনিধি

পাবনা থানা। ছবি: আজকের পত্রিকা

পাবনায় ছুরিকাঘাতে আহত হয়ে রনি মণ্ডল (২৪) নামে এক যুবক মারা গেছেন। এই ঘটনায় অভিযুক্ত ইমন (২৭) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

আজ সোমবার (২৬ মে) সকালে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রনির মৃত্যু হয়। এর আগের দিন রোববার রাত ১২টার দিকে পাবনা সদর উপজেলার লঞ্চঘাট এলাকায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত রনি মণ্ডল সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চর-আশুতোষপুর লঞ্চঘাট পশ্চিমপাড়া এলাকার জাহাঙ্গীর মণ্ডলের ছেলে। আটক ইমন একই উপজেলার চর কোষাখালী লঞ্চঘাট এলাকার শুকুর আলীর ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রনি ও ইমনের মধ্যে বিরোধ চলছিল। রোববর রাতে লঞ্চঘাট এলাকায় ইমন কৌশলে রনিকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে রামেক হাসপাতালে নেওয়া হয়।

ওসি আবদুস সালাম বলেন, অভিযুক্ত ইমনকে রাতেই আটক করা হয়েছে। রনিকে কেন ছুরিকাঘাত করা হয়েছে, এর সঙ্গে কী বিষয় জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রাথমিক তথ্যে পাওয়া গেছে, আগের কোনো বিরোধ ছিল।

পাবনায় এবার বিষপ্রয়োগে ৩ কুকুর হত্যার অভিযোগ

পাবনায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ

পাবনার কারাগারে আওয়ামী লীগ নেতা ও সংগীতশিল্পী প্রলয় চাকির মৃত্যু

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিরাপদ এলাকা গড়ব সবাইকে সঙ্গে নিয়ে

পাবনা-৫: ১৭ মামলার আসামি শিমুল, ইকবালের মাথায় ১

চাটমোহরে স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত নার্সকে ছুরিকাঘাতের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

কথা পরিষ্কার—নিরীহ মানুষকে গ্রেপ্তার করা যাবে না: হাবিব

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে ঈশ্বরদী

পাবনার সাঁথিয়া: উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগার