হোম > সারা দেশ > পাবনা

উঠানে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় উঠানে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে তাবিয়া নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে পৌরসভার চৌবাড়ীয়া হারোপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। শিশুটি ওই গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে। ভাঙ্গুড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে শিশু তাবিয়াকে সঙ্গে নিয়ে প্রতিবেশী আনোয়ার হোসেনের বাড়িতে বেড়াতে যান তাঁর ফুপু সাবিনা খাতুন। সেখানে বাড়ির উঠানে তাবিয়াকে কোল থেকে নামিয়ে বাড়ির লোকজনের সঙ্গে কথাবার্তা বলছিলেন তিনি। এই ফাঁকে সবার অজান্তে শিশুটি উঠানের নিচু জায়গায় জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজির পর বেলা ১১টার দিকে উঠানে জমা থাকা পানিতে শিশুটিকে ভাসতে দেখে তাঁকে উদ্ধার করা হয়। পরে তাঁকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গুড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন, এ ঘটনায় ভাঙ্গুড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সড়কে ঝরল খালা-ভাগনের প্রাণ

পাবনায় মাহফিলের পাশে দোকান বসানো নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

চাটমোহরে সমতল জমিতে কমলা চাষে সম্ভাবনা, সফল কৃষক খয়বর

মুক্তিযোদ্ধাদের ‘জয় বাংলা’ স্লোগান, একজনের ছেলেকে মারধর

সংগীতশিল্পী ও আওয়ামী লীগ নেতা প্রলয় চাকী আটক

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালন

পাবিপ্রবি ও জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি

নিজামী-গোলাম আযমকে দেশপ্রেমিক বলায় ছাত্রদল-শিবির হট্টগোল

পাবনায় মদ পানে ২ যুবকের মৃত্যু