হোম > সারা দেশ > পাবনা

চাটমোহরে আগুনে পুড়ল দোকান

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নে ১১টি দোকান পুড়ে গেছে।

আজ শুক্রবার ভোরে ওই ইউনিয়নের চিনাভাতকুর কুঁজোর মোড় এলাকার রিয়াজ উদ্দিনের মালিকানাধীন হাজি মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পরে দুই ঘণ্টার চেষ্টায় স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

ক্ষতিগ্রস্ত দোকানমালিক মুকুল হোসেন জানান, প্রতিদিনের মতো কেনাবেচা শেষে দোকান বন্ধ করে বাড়িতে যান। রাত সাড়ে তিনটার দিকে মানুষের চিৎকারে আগুন লাগার খবর পান তাঁরা। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

এর আগেই ফিরোজ হোসেন, শরিফুল ইসলাম, জহুরুল হক, মুকুল হোসেন, রেকাত আলী, ভোলা প্রামাণিক, আসলাম উদ্দিন, সোহেল রানা, আসাদ উদ্দিন, লিটন হোসেন, চন্দন ঘোষের দোকানের সবকিছু পুড়ে যায়। 

ক্ষতিগ্রস্ত দোকানমালিকদের দাবি তাঁদের প্রায় দেড় কোটি টাকার মতো ক্ষতি হয়েছে।

নিমাইচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরজাহান বেগম মুক্তি আজকের পত্রিকাকে বলেন, ‘অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। তাঁদের দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।’

পাবনায় এবার বিষপ্রয়োগে ৩ কুকুর হত্যার অভিযোগ

পাবনায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ

পাবনার কারাগারে আওয়ামী লীগ নেতা ও সংগীতশিল্পী প্রলয় চাকির মৃত্যু

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিরাপদ এলাকা গড়ব সবাইকে সঙ্গে নিয়ে

পাবনা-৫: ১৭ মামলার আসামি শিমুল, ইকবালের মাথায় ১

চাটমোহরে স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত নার্সকে ছুরিকাঘাতের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

কথা পরিষ্কার—নিরীহ মানুষকে গ্রেপ্তার করা যাবে না: হাবিব

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে ঈশ্বরদী

পাবনার সাঁথিয়া: উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগার