ভোটের এক দিন আগে পাবনার সুজানগরে ২২ লাখ টাকাসহ আটক চেয়ারম্যানপ্রার্থী উপজেলা আওয়ামী লীগের সম্পাদক শাহিনুজ্জামান শাহীনকে ছেড়ে দিয়েছে র্যাব। আটকের ১২ ঘণ্টার মাথায় আজ মঙ্গলবার দুপুরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। এ সময় তাঁর সঙ্গে আটক ১১ জনকেও ছেড়ে দেওয়া হয়।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. এহতেশামুল হক খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আটকের পর আমরা তাঁকে জিজ্ঞাসাবাদ করেছি। যেই টাকা জব্দ করা হয়েছিল সেটি নির্বাচনী ব্যয়ের সীমার মধ্যেই ছিল। জব্দ করা টাকা ট্রেজারিতে জমা দেওয়া হবে এবং শাহিনসহ সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে বিষয়টি আরও তদন্ত করে পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে সোমবার রাত ১২টার দিকে উপজেলার চর ভবানীপুর মুজিব বাঁধ থেকে ব্যাগভর্তি টাকাসহ তাঁদের আটক করে র্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা। পরে ভোর সাড়ে ৩টার দিকে র্যাব ক্যাম্পে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এদিকে আজ (মঙ্গলবার) ভোর থেকে শাহিনুজ্জামান শাহীনের কর্মী-সমর্থকেরা সুজানগর থানা ঘেরাও করে বিক্ষোভ করেন। ছাড়া পাওয়ার আগমুহূর্ত পর্যন্ত নেতা-কর্মীরা থানার সামনে সুজানগর বাজারের প্রধান সড়ক অবরোধ করে রাখেন।