হোম > সারা দেশ > পাবনা

পাবনার ফরিদপুরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধি, পাবনা

পাবনার ফরিদপুর উপজেলার বিলচন্দক গ্রামে একটি ঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেল পাঁচটার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়। মৃতরা হলেন, উপজেলার পুঙ্গলী ইউনিয়নের বিলচন্দক গ্রামের খাইরুল মোল্লার ছেলে মানিক মোল্লা (২২) ও তাঁর স্ত্রী লাইলী আক্তার (১৯)।

চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন বলেন, ছয় মাস আগে এ দম্পতির বিয়ে হয়। মেয়ের বাড়ি চাঁদপুরে। দুজনই গার্মেন্টসে চাকুরী করতেন। কয়েক মাস ধরে বাড়িতেই ছিলেন। রোববার দুপুরে খাওয়ার পর স্বামী-স্ত্রী তাঁদের ঘরে যায়। এরপর অনেক সময় কোন সাড়াশব্দ না পেয়ে ডাকাডাকির পর পরিবারের সদস্যরা দরজা ভাঙেন। দেখতে পান দু’জনই ঘরের আড়ার সঙ্গে ফাঁস নিয়েছেন। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

সহকারী পুলিশ সুপার আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। তবে আত্মহত্যার সঠিক কারণ এখনও পরিষ্কার নয়, তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

এদিকে, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়- করোনাকালে গার্মেন্টসের চাকুরী চলে যাওয়ায় বেকার হয়ে পড়েন স্বামী মানিক মোল্লা (২২) ও স্ত্রী লাইলী আক্তার (১৯)। বাড়িতে আসার পর থেকে সংসারে অভাব। এ নিয়ে মায়ের সঙ্গে মানিকের প্রায়ই কথা কাটাকাটি হতো। রোববার দুপুরেও মানিকের সঙ্গে তাঁর মায়ের কথা কাটাকাটি হয়। পরে মায়ের ওপর অভিমান করে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রূপপুর প্রকল্পের দুই শ্রমিকের

পাবনা-৩: স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ারুলের

সড়কে ঝরল খালা-ভাগনের প্রাণ

পাবনায় মাহফিলের পাশে দোকান বসানো নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

চাটমোহরে সমতল জমিতে কমলা চাষে সম্ভাবনা, সফল কৃষক খয়বর

মুক্তিযোদ্ধাদের ‘জয় বাংলা’ স্লোগান, একজনের ছেলেকে মারধর

সংগীতশিল্পী ও আওয়ামী লীগ নেতা প্রলয় চাকী আটক

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালন

পাবিপ্রবি ও জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি