হোম > সারা দেশ > পাবনা

নছিমন-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল বাবা ও ছেলের

পাবনা ও সাঁথিয়া প্রতিনিধি

সড়ক দুর্ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। ছবি: আজকের পত্রিকা

পাবনার সাঁথিয়া উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত নছিমন ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা এবং তাঁর শিশুসন্তান নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার বেলা ২টার দিকে উপজেলার নন্দনপুর ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আটঘরিয়া উপজেলার কৈজুরী শ্রীপুর গ্রামের জমির উদ্দিনের ছেলে আজিজুল ইসলাম (৪০) এবং তাঁর তিন বছর বয়সী ছেলে আবু হুরাইয়া।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সাঁথিয়া থেকে যাত্রী নিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি পাবনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে মাধপুর-সাঁথিয়া আঞ্চলিক মহাসড়কের নন্দনপুর নামক স্থানে ইঞ্জিনচালিত নছিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ছয়জনকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাবা ও ছেলেকে মৃত ঘোষণা করেন। অপর আহত চারজন চিকিৎসাধীন রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, পুলিশ সদস্যরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছে। একজন শিশুসহ দুজন মারা গেছে। কেউ অভিযোগ দেয়নি। আহতদের চিকিৎসা চলছে। ঘটনার পরেই নছিমনের চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে নছিমনটি জব্দ করা হয়েছে।

শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচিতে পুলিশের বাধা, পাল্টাপাল্টি ধাওয়ায় আহত ৩২

ঈশ্বরদীতে ৮ দফা দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, সড়ক অবরোধ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রূপপুর প্রকল্পের দুই শ্রমিকের

পাবনা-৩: স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ারুলের

সড়কে ঝরল খালা-ভাগনের প্রাণ

পাবনায় মাহফিলের পাশে দোকান বসানো নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

চাটমোহরে সমতল জমিতে কমলা চাষে সম্ভাবনা, সফল কৃষক খয়বর

মুক্তিযোদ্ধাদের ‘জয় বাংলা’ স্লোগান, একজনের ছেলেকে মারধর

সংগীতশিল্পী ও আওয়ামী লীগ নেতা প্রলয় চাকী আটক