পাবনার বেড়ায় হাসান আলী (৪০) নামের এক শ্রমিকের গলাকাটা মরদেহ উদ্ধার করছে পুলিশ। আজ রোববার (১৬ এপ্রিল) সকালে বেড়া পৌর এলাকার সরকারি বিবি স্কুলের বারান্দা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তাঁর বাড়ি পৌর এলাকার দক্ষিণপাড়া মহল্লায়। বিষয়টি নিশ্চিত করেছেন বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাদিউল ইসলাম।
এ নিয়ে ওসি হাদিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, স্থানীয়রা সকালে মরদেহের খবর পুলিশকে জানান। এরপর মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং মরদেহটি ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে উপর্যপুরি ছুরিকাঘাতে ও গলা কেটে হত্যা করা হয়েছে।
হাসান আলীর ভাই হেলাল বলেন, ‘আমার ভাই রাজমিস্ত্রির কাজ করলেও জুয়া খেলায় আসক্ত ছিলেন। জুয়ার টাকা নিয়ে অন্য জুয়াড়িদের সঙ্গে দ্বন্দ্বের কারণে তাঁকে হত্যা করা হতে পারে।’